সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
  • ৩৮ Time View

দেশে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ শুরুর পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরণের সমস্যার সম্মুখিন হচ্ছেন সাধারণ রোগীরা। এছাড়া দীর্ঘদিন থেকে কিডনি ডায়ালিসিসসহ চিকিৎসা গ্রহণকারী রোগীরাও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা গ্রহণে বাঁধার সম্মুখীন হচ্ছেন।

এ নিয়ে সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই। অবশেষে বিষয়টি আমলে নিয়ে বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরী নির্দেশনা জারি করেছে সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ।

সোমবার (১১ মে) উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ এ নির্দেশনাটি জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়- সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরী চিকিৎসার জন্য আগত কোন রোগীকে ফেরত দেয়া যাবে না। রোগীকে অন্যত্র রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা কোভিড আক্রান্ত না থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে বা কোন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ।

Tag :
Popular Post

বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ

Update Time : ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

দেশে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ শুরুর পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরণের সমস্যার সম্মুখিন হচ্ছেন সাধারণ রোগীরা। এছাড়া দীর্ঘদিন থেকে কিডনি ডায়ালিসিসসহ চিকিৎসা গ্রহণকারী রোগীরাও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা গ্রহণে বাঁধার সম্মুখীন হচ্ছেন।

এ নিয়ে সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই। অবশেষে বিষয়টি আমলে নিয়ে বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরী নির্দেশনা জারি করেছে সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ।

সোমবার (১১ মে) উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ এ নির্দেশনাটি জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়- সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরী চিকিৎসার জন্য আগত কোন রোগীকে ফেরত দেয়া যাবে না। রোগীকে অন্যত্র রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা কোভিড আক্রান্ত না থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে বা কোন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ।