খেলতে গিয়ে পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

সিংড়া প্রতিনিধি.
নাটোরের সিংড়া উপজেলা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, একই গ্রামের আকবরের ছেলে আরাফাত (৬) ও আমিনুল ইসলামের ছেলে নুরনবী (৬)
ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, আরাফাত ও নুরনবী দু’জন মামাতো-ফুফাতো ভাই। শুক্রবার দুপুরে তারা খেলা শেষে বাড়ির পাশে পুকুরে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। আরাফাত ও নুরনবী দু’জনেই ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সিংড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।