নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আবদানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেলিম (২৮) উপজেলার আবদানপুর গ্রামের আকরাম আলীর ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাতে উপজেলার আবদানপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সেলিম কে গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রয়ে বাঁধা দেওয়ায় গত ৩ মে পশ্চিম মাধনগরের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাঈদ আলীর ভাই শাজাহান আলী কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শীর্ষ মাদক ব্যবসায়ী টিয়া, মুক্তা ও তোতার প্রধান সহযোগী মাদক বিক্রেতা সেলিম। এ ঘটনায় ওই দিন রাতেই সেলিম কে প্রধান করে শীর্ষ মাদক ব্যবসায়ী টিয়া,মুক্তা ও শীর্ষ ইয়াবা বিক্রেতা তোতার নামে থানায় মামলা হয়। মামলায় প্রধান আসামী হিসেবে মাদক বিক্রেতা সেলিম কে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহিন আলম টিয়া কে গ্রেপ্তার করা হয়।
এস এম ফকরুদ্দিন ফুুুটু
নলডাঙ্গা,নাটোর।