গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রধান শিক্ষকের চাচাতো ভাই পিয়ন সুলতান ও তার সহযোগী শ্রী মিঠু বিদ্যালয়ের স্যামসাং ব্যান্ডের একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন চুরি করেছেন। অথচ চুরির অপবাদ দিয়ে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী আবু তালেবের (৫৫) কাছ থেকে জরিমানা আদায় করেছেন প্রধান শিক্ষক আব্দুল আলিম।
নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া পাটপাড়া উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। পাটপাড়া গ্রামের আব্দুল আলিম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বিদ্যালয়ে প্রায় ৩২ বছর ধরে নৈশপ্রহরীর চাকরি করছেন আবু তালেব।
তবে বিদ্যালয়ের টেলিভিশন চুরি যাওয়ার ব্যপারে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। এঘটনায় সবশেষ রোববার (১৭ মে) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, স্থানীয় ডা. নিখিল, আব্দুস সামাদ ও মন্তাজসহ গন্যমান্য ব্যক্তিকে নিয়ে বিদ্যলয়েই বৈঠক দেওয়া হয়েছিল। বৈঠকে বিষয়টির সুরাহা হয়নি। সুলতান ও তার সহযোগী মিঠুর বাড়ি বিদ্যালয়ের পাশ^বর্তী পাটপাড়া গ্রামে।
এদিকে নৈশপ্রহরী আবু তালেব বাদি হয়ে সুলতান ও মিঠুকে অভিযুক্ত করে সোমবার দুপুরে গুরুদাসপুর সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগি নৈশপ্রহরী আবু তালেব বলেন- ২০ এপ্রিল দিবাগত রাতে ডিউটি শেষ করে সকালে বাড়ি যান তিনি। ঘটনার দিন বিদ্যালয় ছুটি ছিল। সেই সুযোগে পিয়ন সুলতান তার সহযোগীকে নিয়ে বিদ্যালয়ের টেলিভিনটি চুরি করেন। দুপুর ১টার দিকে ঘটনা ঘটার পর দুপুর ৩টার দিকে প্রধান শিক্ষক আব্দুল আলিম তাকে ডেকে পাঠান। তিনি বিদ্যালয়ে আসলে টেলিভিশন চুরির বিষয়ে তাকে দোষারোপ করা হয়। এসময় প্রধান শিক্ষক মামলার হুমকি দিয়ে তার কাছ থেকে টেলিভিশনের দাম বাবদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
তিনি আরো বলেন- প্রকৃত চোর শনাক্ত করতে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর থেকেই বিষয়টি নিয়ে প্রভাবশালী প্রধান শিক্ষক আব্দুল আলিমের স্বজনরা অভিযোগ তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ধারাবারিষা ইউপির সাবেক সদস্য বিউটি বেগম বলেন- গত ২১ এপ্রিল দুপুর ১টার দিকে বিদ্যালয়ের স্ট্যাফ রুমের পিছনে জানালা ভেঙ্গে টেলিভিনটি নিয়ে পালাচ্ছিলেন ওই বিদ্যালয়ের পিয়ন সুলতান। তাকে সহযোগিতা করছিলেন একই গ্রামের মিঠু। টেলিভিশন চুরির বিষয়টি ওই ইউপি সদস্য স্থানীয় বেশ কয়েকজনকে দেখান। অথচ ওই চুরির বিষয়টি নিরিহ নৈশপ্রহরীর ওপর জোরপূর্বক চাপানো হয়েছে।
এঘটনায় পিয়ন সুলতান ও তার সহযোগি শ্রী মিঠুর ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন- করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় ছুটি রয়েছে। কবে কখন টেলিভশন চুরি হয়েছে তা তিনি জানেন না। তবে ২১ এপ্রিল বিষয়টি তিনি লোকমুখে জানতে পারেন। এসময় বিদ্যালয়ের নৈশপ্রহরীকে টেলিভিশন চুরির ব্যপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভিত হয়ে পরেন। মামলার ঝামেলা এড়াতে নৈশপ্রহরী আবু তালেব একটি টেলিভিশনও ক্রয় করে দেন। তার কাকুতি মিনতিতেই বিদ্যালয়ের টেলিভশন চুরির বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়নি।
ঘটনাটি ঘটার পর ভুক্তভুগি বিচার না পেয়ে ১মাস পর ওই ব্যাপারে নাটোরের সার্কেল পুলিশ সুপার জামিল আকতারের কাছে লিখিত অভিযোগ দিলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, অন্যকেউ টেলিভিশন চুরি করে নৈশপ্রহরীর ওপরে দোষ চাপাচ্ছেন কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সিংড়া – –গুরুদাসপুর সার্কেলর সহকারি পুলিশ সুপার মো. জামিল আকতার মোবাইল ফোনে জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। #
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরির অপবাদ দিয়ে নৈশপ্রহরীকে জরিমানা প্রকৃত চোর অন্তরালে
-
Reporter Name
- Update Time : ০৭:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- ২১ Time View
Tag :
Popular Post