সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

 চিঠি

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • ১৪৮ Time View

……চিঠি…

কামরুন নাহার লিপি.

প্রিয় , বাসনার সুখ যে বড়ই
নির্লজ্জর , ক্ষুদাতুর গো ।
তবুও কি এক অব্যয় সূরে
বেঁজে উঠে নির্ভয়ের গান ,
প্রিয় , তুমি কখনো শুনলেই না গো
আমার সেই স্বপ্নাবিষ্ট বেহাগের তান।
সে জন্যই তো আজ আমি ধন্য ।
কেন জান ! মানুষের সুখের রাজ্যের
ফোঁটা ফুলের গন্ধ হতে পারার চেয়ে
দুঃখের কুঠরির ঝরা পাপড়ি হতে পারাটাও তেমন ধন্য ।
সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় , হয়তো আমি নিয়ন্ত্রণহীন লাজুক পরিস্থিতির মুখোমুখি ছিলাম,
নইলে এতদিনে তোমাকে
একটি চিঠি ও লিখতে না পারার কষ্ট
কি আমার ও কম মনে কর না ।
আসলে তোমার কোন দোস নেই প্রিয়
আমার মতো যারা শুন্যে ভর করে
তাদের এমনি হওয়া উচিৎ ।
প্রিয় , তার চেয়ে আবার উঠাও না গো
তোমার বিশ্বাস ঘাতনী প্রেম তরী ,
নিশানা করো না আমার চক্ষু , কর্ণ অন্তকোষ ।
রক্তাক্ত ক্ষত বিক্ষত কর না আমার
জীবন যৌবন দেহ মন ।
প্রিয় , আমি সত্যি হৃদয়ের বায়ুরুদ্ধ কোঠির থেকে বলছি গো ,
তুমি শুধু আর একবার আমায় বিশ্বাস কর ।
যেটুকু দুরত্ব হয়েছে নিজের অস্তিত্ব
বিলুপ্ত প্রায় সময়ের মোড়কে ।
তাই বলে আমার ভালোবাসাকে
তোমা বিনা উন্মোচিত করিও না প্রিয়।
কবি- কামরুন নাহার লিপি

Tag :
Popular Post

 চিঠি

Update Time : ০৬:২৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০

……চিঠি…

কামরুন নাহার লিপি.

প্রিয় , বাসনার সুখ যে বড়ই
নির্লজ্জর , ক্ষুদাতুর গো ।
তবুও কি এক অব্যয় সূরে
বেঁজে উঠে নির্ভয়ের গান ,
প্রিয় , তুমি কখনো শুনলেই না গো
আমার সেই স্বপ্নাবিষ্ট বেহাগের তান।
সে জন্যই তো আজ আমি ধন্য ।
কেন জান ! মানুষের সুখের রাজ্যের
ফোঁটা ফুলের গন্ধ হতে পারার চেয়ে
দুঃখের কুঠরির ঝরা পাপড়ি হতে পারাটাও তেমন ধন্য ।
সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় , হয়তো আমি নিয়ন্ত্রণহীন লাজুক পরিস্থিতির মুখোমুখি ছিলাম,
নইলে এতদিনে তোমাকে
একটি চিঠি ও লিখতে না পারার কষ্ট
কি আমার ও কম মনে কর না ।
আসলে তোমার কোন দোস নেই প্রিয়
আমার মতো যারা শুন্যে ভর করে
তাদের এমনি হওয়া উচিৎ ।
প্রিয় , তার চেয়ে আবার উঠাও না গো
তোমার বিশ্বাস ঘাতনী প্রেম তরী ,
নিশানা করো না আমার চক্ষু , কর্ণ অন্তকোষ ।
রক্তাক্ত ক্ষত বিক্ষত কর না আমার
জীবন যৌবন দেহ মন ।
প্রিয় , আমি সত্যি হৃদয়ের বায়ুরুদ্ধ কোঠির থেকে বলছি গো ,
তুমি শুধু আর একবার আমায় বিশ্বাস কর ।
যেটুকু দুরত্ব হয়েছে নিজের অস্তিত্ব
বিলুপ্ত প্রায় সময়ের মোড়কে ।
তাই বলে আমার ভালোবাসাকে
তোমা বিনা উন্মোচিত করিও না প্রিয়।
কবি- কামরুন নাহার লিপি