বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

পিরিত কইরা কাদছে আসিফ

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • ৫৬ Time View

বনলতা বিনোদন.

ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘পিরিত কইরা কান্দি আমি’। লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই গানের মিউজিক ভিডিও।

আসিফ আকবর বলছেন, ‘সর্ম্পকগুলো অদ্ভূত, জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে, জীবনের অর্থ কখনো কখনো অধরাই থেকে যায়। এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে গান।’ তবে তার এই মন্তব্য গান প্রসঙ্গে নয়। এই কথাগুলো বলছেন ভিডিওচিত্রে।

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে গানটি প্রকাশিত হয়েছে। গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘‘পিরিত কইরা কান্দি আমি’ একটি ঘোর লাগা গান। গানের কথা, সুর ও সঙ্গীত কলিজায় লাগে। সেই সাথে সাদাতের ভিডিও নতুন মাত্রা যোগ করেছে গানটিতে। আমি আশা করছি গানটি যুগ যুগ বেঁচে থাকবে।’’

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মাঈন হাসান ও অনামিকা সরকার। গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে মাঈন বলেন, ‘গল্প ভালো লাগলেই কেবল মিউজিক ভিডিওতে অভিনয় করি, সেক্ষত্রে সাদাত ভাইয়ের কাজে বরাবরই গল্পই প্রাধান্য পায়। ভালো গল্পে কাজ করতে তাই ভালোই লাগে।’

Tag :
Popular Post

গুরুদাসপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা

পিরিত কইরা কাদছে আসিফ

Update Time : ১০:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০

বনলতা বিনোদন.

ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘পিরিত কইরা কান্দি আমি’। লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই গানের মিউজিক ভিডিও।

আসিফ আকবর বলছেন, ‘সর্ম্পকগুলো অদ্ভূত, জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে, জীবনের অর্থ কখনো কখনো অধরাই থেকে যায়। এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে গান।’ তবে তার এই মন্তব্য গান প্রসঙ্গে নয়। এই কথাগুলো বলছেন ভিডিওচিত্রে।

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে গানটি প্রকাশিত হয়েছে। গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘‘পিরিত কইরা কান্দি আমি’ একটি ঘোর লাগা গান। গানের কথা, সুর ও সঙ্গীত কলিজায় লাগে। সেই সাথে সাদাতের ভিডিও নতুন মাত্রা যোগ করেছে গানটিতে। আমি আশা করছি গানটি যুগ যুগ বেঁচে থাকবে।’’

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মাঈন হাসান ও অনামিকা সরকার। গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে মাঈন বলেন, ‘গল্প ভালো লাগলেই কেবল মিউজিক ভিডিওতে অভিনয় করি, সেক্ষত্রে সাদাত ভাইয়ের কাজে বরাবরই গল্পই প্রাধান্য পায়। ভালো গল্পে কাজ করতে তাই ভালোই লাগে।’