এস এম ফকরুদ্দিন ফুুুটু, নলডাঙ্গা (নাটোর) থেকেঃ
নাটোরের নলডাঙ্গায় হালতির বিল এ পানি স্বাভাবিক সময়ের তুলনায় আগে প্রবেশ করায় সার্বিক পরিস্থিতি সরোজমিনে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুলে, পাটুল-খাজুরা সড়কে যান এবং বিলের পানি এবছর স্বাভাবিক সময়ের তুলনায় আগে প্রবেশ করায় সার্বিক পরিস্থিতি সরোজমিনে পরিদর্শন করেন তিনি। সম্ভাব্য অতিরিক্ত পানি বৃদ্ধিতে বিল এলাকার জনসাধারণের ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় সরকারের অগ্ৰিম প্রস্তুতির অংশ হিসেবে তিনি সকলকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী , উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম ও পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।