শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নলডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • ১০৪ Time View

 

এস এম ফকরুদ্দিন ফুুুটু, নলডাঙ্গা (নাটোর) থেকেঃ
এক গ্ৰাম থেকে অন্য গ্ৰাম এভাবে বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে দলছুট হনুমান। নাটোরের নলডাঙ্গায় হঠাৎ একটি হুনুমানের আগমন ঘটেছে। বিভিন্ন গ্রামে হনুমানটি সর্বত্র বিচরণ করছে। স্থানীয় লোকজন হনুমানটিকে দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও বাড়ির ছাদে, কখনো বা গাছের মগডালে, আবার কখনও বাঁশের ঝাড়ে।

হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ ও ছুটছে পিছুপিছু। মানুষগুলোকে দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে। হনুমানের কোনো ধরনের ক্ষতি না করতে সচেতন করা হচ্ছে।

বিবিসিএফ এর দপ্তর ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, সম্ভবত খাদ্যের অভাবে এই হনুমান লোকালয়ে চলে এসেছে। সকল স্থানেই মানুষ বড় বড় বৃক্ষ নিধন করছে, ফলের গাছগুলো কেটে ফেলছে, যার ফলে প্রকৃতির উপরে নির্ভরশীল প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ছবিটি বুধবার (১০ জুন) সকালে নাটোরের নলডাঙ্গার মাধনগর  থেকে তোলা।

Tag :

নলডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান

Update Time : ০৩:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

 

এস এম ফকরুদ্দিন ফুুুটু, নলডাঙ্গা (নাটোর) থেকেঃ
এক গ্ৰাম থেকে অন্য গ্ৰাম এভাবে বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে দলছুট হনুমান। নাটোরের নলডাঙ্গায় হঠাৎ একটি হুনুমানের আগমন ঘটেছে। বিভিন্ন গ্রামে হনুমানটি সর্বত্র বিচরণ করছে। স্থানীয় লোকজন হনুমানটিকে দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও বাড়ির ছাদে, কখনো বা গাছের মগডালে, আবার কখনও বাঁশের ঝাড়ে।

হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ ও ছুটছে পিছুপিছু। মানুষগুলোকে দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে। হনুমানের কোনো ধরনের ক্ষতি না করতে সচেতন করা হচ্ছে।

বিবিসিএফ এর দপ্তর ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, সম্ভবত খাদ্যের অভাবে এই হনুমান লোকালয়ে চলে এসেছে। সকল স্থানেই মানুষ বড় বড় বৃক্ষ নিধন করছে, ফলের গাছগুলো কেটে ফেলছে, যার ফলে প্রকৃতির উপরে নির্ভরশীল প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ছবিটি বুধবার (১০ জুন) সকালে নাটোরের নলডাঙ্গার মাধনগর  থেকে তোলা।