শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধি

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • ৬৫ Time View

 

কবি -শাম্মী চৌধুরী

কখন যে শৃঙ্খলীত হয়ে উঠে
নড়বড়ে অনুভূতি গুলো
তুমি জানতে চাইলেনা!
আমি বলেছি তোমায় বহুদিন, বহুবার —
তুমি শুনলেনা।
তোমারই পরশ ছাড়া বাজেনা হৃদয় বীণা
তাইতো আমি আজও রহিলাম তোমারই অজানা।
সেদিন তোমার কাছে চাইনি কিছু —
তবুও ছাড়িনি আমি তোমার পিছু
কেন,বুঝলেনা।
বসন্ত এসেছিলো কতো কথা বলেছিলো,কতো ফুল ফুটেছিলো, সুরের সন্ধি করেছিলো পাখি
তুমি তাও বুঝলেনা।
আনমনে বসে ভাবি ——+-
তোমারে বলিতে সবই,
হয়না যে বলা আর হবেওনা।।

Tag :

সন্ধি

Update Time : ১১:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

 

কবি -শাম্মী চৌধুরী

কখন যে শৃঙ্খলীত হয়ে উঠে
নড়বড়ে অনুভূতি গুলো
তুমি জানতে চাইলেনা!
আমি বলেছি তোমায় বহুদিন, বহুবার —
তুমি শুনলেনা।
তোমারই পরশ ছাড়া বাজেনা হৃদয় বীণা
তাইতো আমি আজও রহিলাম তোমারই অজানা।
সেদিন তোমার কাছে চাইনি কিছু —
তবুও ছাড়িনি আমি তোমার পিছু
কেন,বুঝলেনা।
বসন্ত এসেছিলো কতো কথা বলেছিলো,কতো ফুল ফুটেছিলো, সুরের সন্ধি করেছিলো পাখি
তুমি তাও বুঝলেনা।
আনমনে বসে ভাবি ——+-
তোমারে বলিতে সবই,
হয়না যে বলা আর হবেওনা।।