- বনলতা নিউজ ডেস্ক.
করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনাতায় জেলা পুলিশের পক্ষ থেকে ৬০ হাজার মাস্ক বিতরণ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই মাস্ক বিতরণ করে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় তিনি মোড় এলাকার পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে তার সঠিক ব্যাবহার সম্পর্কে মানুষকে সচেতন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মীর আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ জেলার সকল থানার ইনচার্জ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বর্তমান সময়ে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নাই। সঠিকভাবে মাস্ক ব্যাবহারের ফলে করোনাভাইরাস প্রতিরোধ করা যায়।
জেলা পুলিশের এই কর্মসুচি চলমান থাকবে