স্টাফ রিপোর্টার মোস্তাকিম জনি.
নাটোরের সিংড়া উপজেলায় বাড়ির পাশে জংগল থেকে ৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিংড়া উপজেলার দেবত্তর গ্রামে বাড়ির পাশে এক জংগল থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে গ্রামবাসী।
নিহত শিশুটির নাম সাগর মোল্লা । সে দেবত্তর গ্রামের নাসির মোল্লার একমাত্র ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গরু ঝাপানোর কথা বলে তার বাবার সাথে বাড়ি থেকে বের হয়। গরু একটাকে নদীতে নিয়ে যাওয়ার পরে আরেকটি গরু মাঠে রয়ে যায়, তার বাবাকে বলে তুমি এটা ঝাপাতে থাকো আমি ঐটা মাঠে থেকে নিয়ে আসি। এই কথা বলে চলে যান সাগর। দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাকে না পেয়ে শিশুটির বাবা-মা আশপাশের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে গ্রামের এক জংগলে পড়ে থাকা লাশ দেখতে পায়। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা–পুলিশ রাত প্রাায় ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,
শিশুটির লাশ উদ্ধার করে রাতেই নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাঠানো হয়েছে।
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার দেবত্তর গ্রামে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার
-
Reporter Name
- Update Time : ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- ৩৬ Time View
Tag :
Popular Post