বড় অবেলায় এলি ফিরে!

প্রিয়ন্তি রুম্পা দিনাজপুর থেকে.
বড় অবেলায় এলি ফিরে,
তোমাকে দেয়ার মতো কিছু নেই আমার নিড়ে।
শত অবহেলা, অনাদর, অযন্তে রেখেছিলে যারে ফেলে,
কেন তার দারে আবার ফিরে এলে।
প্রকৃতি ফিরে দেয় তার দেনা পাওনা,
আমার কাছে কি আর হবে করে বায়না।
মেঘালয়ে যে মন পাইনি একটু রোদ্দুর,
কেন ফিরে এলি অবেলায় বলো গো মোরে।
আমি দেখেছি আকাশের ঘোর অন্ধকার,দেখেছি অঝোর ধারায় বৃষ্টি,
তুমি আসনি তো সেই দিন বৃষ্টিতে ভিজতে।
বড় অবেলায় এলি ফিরে,
কোন উপায় নেই তোমাকে রাখবার আমার নীড়ে।
কতো শত অজানা না বলা কথা যে গেছে রয়ে,
শুনতে চাওনি হাত দুটো ধরে পাশে এসে বসে।
বড় অবেলায় এলি যে ফিরে,
আমি বড্ড ভাল আছি ক্লান্ত মন, মেঘলা আকাশ আর বৃষ্টি নিয়ে।
বড় দেরি করে ফেলেছো ওগো প্রিয়,
গ্রহন করার কোন উপায় যে আজ আমার আর নেই গো।
বড় অবেলায় এলি ফিরে,
কোন উপায় নেই তোমায় জায়গা দেয়ার আমার মনের নীড়ে।
👍লেখক:- (প্রিয়ন্তি রূম্পা)