শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী শহরটা ফুলের বাগানে পরিণত হয়েছে। বিভিন্ন সড়কের আইল্যান্ডে ও পাশে সর্যূমুখী, রঙ্গনসহ নানা বাহারি ফুল শহরের সৌন্দর্য্য ছড়াচ্ছে। নগরের চলমান বিভিন্ন সড়কের উন্নয়ন কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে। রাজশাহীর সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে দেশ বিদেশের আগন্তকরা দেখতে আসবে।
নগরীর উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়নে পদ্মা নদীর ধার উন্নয়ন করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কার্যক্রম এগিয়ে চলেছে।
তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। জনগণের ট্যাক্সে এ প্রতিষ্ঠানটির সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের আয় বুঝেই ব্যয় করি। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির নানামূখী উদ্যোগ গ্রহণ করে একটি বৃহৎ তহবিল গঠন করতে চাই। যা দিয়ে আগামী দিনে এ প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হয়ে চলবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহা: নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান দায়িত্বকালে কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ও লাইসেন্স পরিদর্শক রেজাউল করিম।
এ সময় রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব আবু হায়াত মোহা: রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের হাতে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ ও হিসাব বিভাগের পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Tag :

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Update Time : ০৩:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী শহরটা ফুলের বাগানে পরিণত হয়েছে। বিভিন্ন সড়কের আইল্যান্ডে ও পাশে সর্যূমুখী, রঙ্গনসহ নানা বাহারি ফুল শহরের সৌন্দর্য্য ছড়াচ্ছে। নগরের চলমান বিভিন্ন সড়কের উন্নয়ন কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে। রাজশাহীর সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে দেশ বিদেশের আগন্তকরা দেখতে আসবে।
নগরীর উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়নে পদ্মা নদীর ধার উন্নয়ন করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কার্যক্রম এগিয়ে চলেছে।
তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। জনগণের ট্যাক্সে এ প্রতিষ্ঠানটির সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের আয় বুঝেই ব্যয় করি। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির নানামূখী উদ্যোগ গ্রহণ করে একটি বৃহৎ তহবিল গঠন করতে চাই। যা দিয়ে আগামী দিনে এ প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হয়ে চলবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহা: নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান দায়িত্বকালে কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ও লাইসেন্স পরিদর্শক রেজাউল করিম।
এ সময় রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব আবু হায়াত মোহা: রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের হাতে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ ও হিসাব বিভাগের পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।