শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জন্মদিনে প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হলেন প্রভাষক মাজেম আলী মলিন

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ৯৯ Time View

বিশেষ প্রতিবেদক এম.এম তারেক রহমান.
সততা ও সাহসিকতার সহিত সাংবাদিকতায় গুরুদাসপুরে বেশ আলোচিত একটি নাম প্রভাষক মো,মাজেম আলী মলিন। সাংবাদিকতায় মাত্র পাঁচ বছর হলেও ইতোমধ্যে এই মানুষটিই উপজেলার সর্বমহলের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর জন্মদিনটা অন্য রকম হবে না, তা কী করে হয়? জন্মদিনের অনুষ্ঠান বলতে যে রকম জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে, এটা তেমন নয়। তবে এটা ছিল নিখাদ প্রিয়জনদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি আর উষ্ণতায় ভরা।
বুধবার (১৫জুলাই) সাংবাদিক মাজেম আলী মলিনের ৪৫ তম জন্মদিন উপলক্ষে ভোর রাত থেকেই আসতে থাকে শুভেচ্ছা আর ভালোবাসার নানা রকম শুভেচ্ছা আর খুদে বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,টুইটার,ইন্সটেগ্রামসহ মোবাইল ফোনে অভিনন্দন বার্তা ভাসেন তিনি। বিভিন্ন সংগঠন কলিগসহ(শিক্ষক/সাংবাদিক) ছাত্র/ছাত্রী শুভানুধায়ীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে প্রিয়জনরা ভালোবাসার বহি:প্রকাশ করনে।
এসময় অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে শিশু পোশাক বিতরণ করা হয়। কোন নিমন্ত্রণ পত্র না থাকলেও প্রাণের টানে বাসায় হাজির হন সাংবাদিক, দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। ঘরোয়া আয়োজনের শুভেচ্ছা জানান-গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্পাদক সাপ্তাহিক গুরুদাসপুর বার্তার সাজেদুর রহমান, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ৭১ টিভি, যায়যায়দিন এবং করতোয়া প্রতিনিধি নাজমুল হাসান নাহিদসহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ। এছাড়া রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপ্তী রাণী কুন্ডু,লতিফা জাহান লতা,সানজিদা শবনম অনু, আলী আলতাব এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিতা রানী দাস, সেবক কুন্ডু এবং কাছিকাটা “বাজার ইয়াং এসোসিয়েশন ক্লাব” সংগঠনটি সাংবাদিক মাজেম আলী মলিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে খুদে বার্তা পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অভিনন্দন জানান, ইসরাত জেবিন মিতু, স্বপন,ছাবলুর রহমান,নুসরাত জাহান,কাওছার আহম্মেদ,নাটোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাগর হোসেন,ছাত্রলীগ নেতা আকরামুল ইসলাম, হাফেজ ও আইটি এক্সপার্ট মোস্তাকিম জনি,নাজমুল হাসান নাহিদ,হারুনুর রশিদ, লিটন আহম্মেদ জয়, স্বপন মৃধা,তুষার কুমার হালদার,আইরিন সুলতানা সোমা,শাহিব আহম্মেদসহ হাজারো প্রিয়জন।
এর পর পরিবারের সদস্য‘সহ উপস্থিত সকলের অংশ গ্রহণে সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কেটে প্রভাষক ও সাংবাদিক মাজেম আলীর জন্মদিন উদযাপিত হয়। অসংখ্য গুণি ব্যক্তির উপহার ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
প্রিয় বন্ধুদের একান্ত উদ্যোগে সাংবাদিক মাজেম আলী মলিনের ৪৫তম জন্মদিনের সন্ধায় তার নিজ বাসভবন জিসান কটেজে কেক কাটার আয়োজন করেন। এসময় তার ঘনিষ্ট বন্ধুদের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় বন্ধুরা দুরদুরান্ত থেকে তাঁর জন্মদিন উপলক্ষে ছুটে যান তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। উল্লেখ্য, গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারের ১৯৭৫ সনের ১৫ জুলাই জন্মগ্রহন করেন। বর্তমানে গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি , দৈনিক বনলতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া গুরুদাসপুর পৌর আ.লীগের প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু কালচারাল একাডেমির সভাপতি এবং সজিব ওয়াজেদ জয় পরিষদ নাটোর শাখার উপদেষ্ঠার দায়িতে¦ রয়েছেন।

Tag :

জন্মদিনে প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হলেন প্রভাষক মাজেম আলী মলিন

Update Time : ১১:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

বিশেষ প্রতিবেদক এম.এম তারেক রহমান.
সততা ও সাহসিকতার সহিত সাংবাদিকতায় গুরুদাসপুরে বেশ আলোচিত একটি নাম প্রভাষক মো,মাজেম আলী মলিন। সাংবাদিকতায় মাত্র পাঁচ বছর হলেও ইতোমধ্যে এই মানুষটিই উপজেলার সর্বমহলের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর জন্মদিনটা অন্য রকম হবে না, তা কী করে হয়? জন্মদিনের অনুষ্ঠান বলতে যে রকম জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে, এটা তেমন নয়। তবে এটা ছিল নিখাদ প্রিয়জনদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি আর উষ্ণতায় ভরা।
বুধবার (১৫জুলাই) সাংবাদিক মাজেম আলী মলিনের ৪৫ তম জন্মদিন উপলক্ষে ভোর রাত থেকেই আসতে থাকে শুভেচ্ছা আর ভালোবাসার নানা রকম শুভেচ্ছা আর খুদে বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,টুইটার,ইন্সটেগ্রামসহ মোবাইল ফোনে অভিনন্দন বার্তা ভাসেন তিনি। বিভিন্ন সংগঠন কলিগসহ(শিক্ষক/সাংবাদিক) ছাত্র/ছাত্রী শুভানুধায়ীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে প্রিয়জনরা ভালোবাসার বহি:প্রকাশ করনে।
এসময় অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে শিশু পোশাক বিতরণ করা হয়। কোন নিমন্ত্রণ পত্র না থাকলেও প্রাণের টানে বাসায় হাজির হন সাংবাদিক, দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। ঘরোয়া আয়োজনের শুভেচ্ছা জানান-গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্পাদক সাপ্তাহিক গুরুদাসপুর বার্তার সাজেদুর রহমান, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ৭১ টিভি, যায়যায়দিন এবং করতোয়া প্রতিনিধি নাজমুল হাসান নাহিদসহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ। এছাড়া রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপ্তী রাণী কুন্ডু,লতিফা জাহান লতা,সানজিদা শবনম অনু, আলী আলতাব এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিতা রানী দাস, সেবক কুন্ডু এবং কাছিকাটা “বাজার ইয়াং এসোসিয়েশন ক্লাব” সংগঠনটি সাংবাদিক মাজেম আলী মলিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে খুদে বার্তা পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অভিনন্দন জানান, ইসরাত জেবিন মিতু, স্বপন,ছাবলুর রহমান,নুসরাত জাহান,কাওছার আহম্মেদ,নাটোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাগর হোসেন,ছাত্রলীগ নেতা আকরামুল ইসলাম, হাফেজ ও আইটি এক্সপার্ট মোস্তাকিম জনি,নাজমুল হাসান নাহিদ,হারুনুর রশিদ, লিটন আহম্মেদ জয়, স্বপন মৃধা,তুষার কুমার হালদার,আইরিন সুলতানা সোমা,শাহিব আহম্মেদসহ হাজারো প্রিয়জন।
এর পর পরিবারের সদস্য‘সহ উপস্থিত সকলের অংশ গ্রহণে সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কেটে প্রভাষক ও সাংবাদিক মাজেম আলীর জন্মদিন উদযাপিত হয়। অসংখ্য গুণি ব্যক্তির উপহার ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
প্রিয় বন্ধুদের একান্ত উদ্যোগে সাংবাদিক মাজেম আলী মলিনের ৪৫তম জন্মদিনের সন্ধায় তার নিজ বাসভবন জিসান কটেজে কেক কাটার আয়োজন করেন। এসময় তার ঘনিষ্ট বন্ধুদের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় বন্ধুরা দুরদুরান্ত থেকে তাঁর জন্মদিন উপলক্ষে ছুটে যান তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। উল্লেখ্য, গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারের ১৯৭৫ সনের ১৫ জুলাই জন্মগ্রহন করেন। বর্তমানে গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি , দৈনিক বনলতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া গুরুদাসপুর পৌর আ.লীগের প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু কালচারাল একাডেমির সভাপতি এবং সজিব ওয়াজেদ জয় পরিষদ নাটোর শাখার উপদেষ্ঠার দায়িতে¦ রয়েছেন।