শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকৌশলীকে মারধর করায় উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ৫৫ Time View
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহ-জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করায় তাকে বরখাস্ত করা হয়। ২৩ জুলাই, বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-জাহান গত ১৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মর্তার সঙ্গে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের ছয়তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ ঠিকমতো করছে না ও পাথরের গুণগত মান নিয়ে আপত্তির কারণে পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. নুর আলমকে ঘুষি, চড়, থাপ্পড় মারেন ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আরো বলা হয়, তার এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কাসহ অন্যান্য উপজেলা পরিষদে তা বিরূপ প্রভাব ফেলতে পারে।

এছাড়াও উপজেলা পরিষদ আইন অনুযায়ী, শাহ-জাহানের এ পদে বহাল থেকে কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের হানিকর বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।সে[wpstatistics stat=usersonline]খানে আরো বলা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮’ অনুসারে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-জাহানকে সাময়িক বরখাস্ত করা হলো। কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

Tag :

প্রকৌশলীকে মারধর করায় উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

Update Time : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহ-জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করায় তাকে বরখাস্ত করা হয়। ২৩ জুলাই, বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-জাহান গত ১৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মর্তার সঙ্গে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের ছয়তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ ঠিকমতো করছে না ও পাথরের গুণগত মান নিয়ে আপত্তির কারণে পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. নুর আলমকে ঘুষি, চড়, থাপ্পড় মারেন ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আরো বলা হয়, তার এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কাসহ অন্যান্য উপজেলা পরিষদে তা বিরূপ প্রভাব ফেলতে পারে।

এছাড়াও উপজেলা পরিষদ আইন অনুযায়ী, শাহ-জাহানের এ পদে বহাল থেকে কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের হানিকর বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।সে[wpstatistics stat=usersonline]খানে আরো বলা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮’ অনুসারে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-জাহানকে সাময়িক বরখাস্ত করা হলো। কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।