শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরের নলডাঙ্গায় অসংরক্ষিত অবস্থায় সাপের খামার!

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ৭৫ Time View

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিবেদক
অসংরক্ষিত ভাবে নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ি গ্ৰামের মাঠে গড়ে উঠেছে বিষাক্ত সব সাপের খামার।
নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ি গ্রামের নূর মোহম্মাদের ছেলে শাহাদৎ হোসেন (৩০) শখের বসে সাপের এই খামারটি শুরু করলেও বর্তমানে তা ব্যবসায়ী পরিকল্পনায় এসে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিক কোন পদ্ধতি ছাড়াই চলছে এই খামারটি। চারিদিকে বন-জঙ্গল আর আবাদি এলাকায় এই খামার। যেখানে খামারি নিজেই জানেনা কি করে,কি উপায়ে সাবধনতা অবলম্বন করে সাপগুলো ব্যবস্থাপনা করতে হয়। খামারে নেই কোন কাঁচের সুরক্ষিত বক্স, এমনকি নেই কোন প্রকার বিদ্যুতের ব্যবস্থা। খামারটিতে ছোট-বড় মিলে মোট ৬০টি সাপ থাকলেও নেই কোন সঠিক ব্যবস্থাপনা বা বৈধ কাগজপত্র। অসংরক্ষিত অবস্থায় সাপের এমন খামার করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,বিষয়টি খতিয়ে দেখে বিধিমত ব্যবস্থা নেয়া হবে।

 

Tag :

নাটোরের নলডাঙ্গায় অসংরক্ষিত অবস্থায় সাপের খামার!

Update Time : ১২:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিবেদক
অসংরক্ষিত ভাবে নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ি গ্ৰামের মাঠে গড়ে উঠেছে বিষাক্ত সব সাপের খামার।
নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ি গ্রামের নূর মোহম্মাদের ছেলে শাহাদৎ হোসেন (৩০) শখের বসে সাপের এই খামারটি শুরু করলেও বর্তমানে তা ব্যবসায়ী পরিকল্পনায় এসে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিক কোন পদ্ধতি ছাড়াই চলছে এই খামারটি। চারিদিকে বন-জঙ্গল আর আবাদি এলাকায় এই খামার। যেখানে খামারি নিজেই জানেনা কি করে,কি উপায়ে সাবধনতা অবলম্বন করে সাপগুলো ব্যবস্থাপনা করতে হয়। খামারে নেই কোন কাঁচের সুরক্ষিত বক্স, এমনকি নেই কোন প্রকার বিদ্যুতের ব্যবস্থা। খামারটিতে ছোট-বড় মিলে মোট ৬০টি সাপ থাকলেও নেই কোন সঠিক ব্যবস্থাপনা বা বৈধ কাগজপত্র। অসংরক্ষিত অবস্থায় সাপের এমন খামার করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,বিষয়টি খতিয়ে দেখে বিধিমত ব্যবস্থা নেয়া হবে।