ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু

বিশেষ প্রতিবেদক.
নাজিরপুর ইউনিয়নের অসহায় মানুষের একমাত্র ঠিকানা তারুন্যর অহংকার রাজশাহী বিভাগের স্বর্নপদক প্রাপ্ত শ্রেষ্ট চেয়ারম্যান মোঃ শওকত রানা লাবু, নাজিরপুর বাসীকে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে আপামর জন সাধারনকে অনুরোধ জানিয়েছেন সামাজিক দুরত্ব বজায় রেখে রাষ্ট্রিয় নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়সহ পশু কুরবাণী করার জন্য। এবং কুরবাণী শেষ হবার দুই ঘন্টার মধ্যে পশু জবেহের যাবতীয় বর্জ্য অপসারণ করার আহবাণ ও জানান তিনি। পরিশেষে যাদের অক্লান্ত পরিশ্রম সাহায্য ও সহযোগিতায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি সেই পরিবারের কথা না বল্লেই নয়।স্থানীয় সাংসদ(গুরুদাসপুর-বড়াইগ্রাম) নাটোর ৪ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং তার পরিবারের সকল সদস্যের শুভ কামনাসহ গুরুদাসপুর বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা। শুভ কামনায় – মো,শওকত রানা লাবু চেয়ারম্যান নাজিরপুর ইউনিয়ন পরিষদ গুরুদাসপুর, নাটোর।