বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত ও তোমাকে চাই

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ২৪৬ Time View

কবি- জাকিয়া আফরোজ মুক্তি
বর্তমানে আমি তোমাকে চাই
ভবিষ্যতে আমি তোমাকে চাই
পরজগতে আমি তোমাকে চাই
facebook এর প্রিয় বন্ধুর তালিকায় আমি তোমাকে চাই
শয়নে – স্বপনে ,নিন্দ্রা- জাগরনে আমি তোমাকে চাই
আমার প্রিয় খাদ্য দ্রব্যের মাঝে আমি তোমাকে চাই
হুমায়ূনের উপন্যাস পড়তে বসে হঠাত ভূতের ভয়ে আমি তোমাকে চাই
ক্লাস করে সারা দিনের ক্লান্তিতে,ঘরে এসে তোমার মুখের হাসি দেখতে আমি তোমাকে চাই
কবিতার উপমায় বাক্যের পূর্নতায় আমি তোমাকে চাই
বিনিন্দ্র রজনীতে তন্দ্রাহীন অবস্হায় আমি তোমাকে চাই
হৃদয়ের অকৃত্রিম ভালোবাসার ক্লান্ত মিছিলে ,হাসি, আনন্দ,গানে এবং এ জীবনের শূণ্যতার মাঝে পূর্ণতা আনতে আমি তোমাকে চাই
প্রীতি রোডে,পার্কে ,ঘরে ,বাহিরে এখানে ওখানে ,হাটে-বাজারে,ফ্যাশনে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়তে আমি তোমকে চাই
তিন সত্য বলতে আমি তোমাকে চাই
বহু প্রতিক্ষিত বাসর ঘরে বর রুপে আমি তোমাকে চাই
প্রিয়জনের চা এর আড্ডায় বসে গল্প করতে আমি তোমাকে চাই
মান অভিমান, ঝগড়া – ঝাটিতে আমি তোমাকে চাই
পাওয়া না পাওয়ায়,অন্তরে বাহিরে, ডানে বামে এবং না বলা কথায় লজ্জার আবরনে তোমাকে চাই
অনুরোধে, মিনতিতে, আহবানে আমি তোমাকে চাই
বার বার পরাজিত হতে আমি তোমাকে চাই
অধিকার বুঝে নেওয়া প্রেমের দাবিতে দাম্পত্য জীবনের সুখে-দুখে আমি তোমাকে চাই
প্রেমহীন সমাজে, নারীদের স্বাধীনতায় স্নৃতি বিহিন অতীতে, দ্বিধা-দ্বন্দ্বে, বিক্ষোপে, বিপ্লবে আমি তোমাকে চাই
শেষ বিয়ের সাজে সাদা কাফনে আর্বিত খাটিয়ারের বাহু ধরতে আমি তোমাকে চাই
সমাধির পাশে বসে মোনাজাত করতে এবং একমুটো মাটি ও ফুলের অর্ঘ্য কামনায় আমি তোমাকে চাই
ভীষন অসম্ভবে আমি তোমাকে চাই, দুঃখ বেদনায় তোমাকে চাই-
এই বুকের মাঝখানে আমি তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই শুধু তোমাকেই চাই ।

Tag :

শেষ পর্যন্ত ও তোমাকে চাই

Update Time : ০৬:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

কবি- জাকিয়া আফরোজ মুক্তি
বর্তমানে আমি তোমাকে চাই
ভবিষ্যতে আমি তোমাকে চাই
পরজগতে আমি তোমাকে চাই
facebook এর প্রিয় বন্ধুর তালিকায় আমি তোমাকে চাই
শয়নে – স্বপনে ,নিন্দ্রা- জাগরনে আমি তোমাকে চাই
আমার প্রিয় খাদ্য দ্রব্যের মাঝে আমি তোমাকে চাই
হুমায়ূনের উপন্যাস পড়তে বসে হঠাত ভূতের ভয়ে আমি তোমাকে চাই
ক্লাস করে সারা দিনের ক্লান্তিতে,ঘরে এসে তোমার মুখের হাসি দেখতে আমি তোমাকে চাই
কবিতার উপমায় বাক্যের পূর্নতায় আমি তোমাকে চাই
বিনিন্দ্র রজনীতে তন্দ্রাহীন অবস্হায় আমি তোমাকে চাই
হৃদয়ের অকৃত্রিম ভালোবাসার ক্লান্ত মিছিলে ,হাসি, আনন্দ,গানে এবং এ জীবনের শূণ্যতার মাঝে পূর্ণতা আনতে আমি তোমাকে চাই
প্রীতি রোডে,পার্কে ,ঘরে ,বাহিরে এখানে ওখানে ,হাটে-বাজারে,ফ্যাশনে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়তে আমি তোমকে চাই
তিন সত্য বলতে আমি তোমাকে চাই
বহু প্রতিক্ষিত বাসর ঘরে বর রুপে আমি তোমাকে চাই
প্রিয়জনের চা এর আড্ডায় বসে গল্প করতে আমি তোমাকে চাই
মান অভিমান, ঝগড়া – ঝাটিতে আমি তোমাকে চাই
পাওয়া না পাওয়ায়,অন্তরে বাহিরে, ডানে বামে এবং না বলা কথায় লজ্জার আবরনে তোমাকে চাই
অনুরোধে, মিনতিতে, আহবানে আমি তোমাকে চাই
বার বার পরাজিত হতে আমি তোমাকে চাই
অধিকার বুঝে নেওয়া প্রেমের দাবিতে দাম্পত্য জীবনের সুখে-দুখে আমি তোমাকে চাই
প্রেমহীন সমাজে, নারীদের স্বাধীনতায় স্নৃতি বিহিন অতীতে, দ্বিধা-দ্বন্দ্বে, বিক্ষোপে, বিপ্লবে আমি তোমাকে চাই
শেষ বিয়ের সাজে সাদা কাফনে আর্বিত খাটিয়ারের বাহু ধরতে আমি তোমাকে চাই
সমাধির পাশে বসে মোনাজাত করতে এবং একমুটো মাটি ও ফুলের অর্ঘ্য কামনায় আমি তোমাকে চাই
ভীষন অসম্ভবে আমি তোমাকে চাই, দুঃখ বেদনায় তোমাকে চাই-
এই বুকের মাঝখানে আমি তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই শুধু তোমাকেই চাই ।