গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্টিত

গুরুদাসপুর(নাটো) প্রতিনিধি.
গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্টিত হয়েছে। মংগল বার(৪ আগষ্ট) সকালে বৃক্ষরোপণ কর্মসূচীতে বিভিন্ন ধরনের ৫শতাধিক বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম, এসআই আনোয়ারুল ইসলাম, আব্দুল মজিদসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবান সাড়া দিয়ে নাটোরের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় গুরুদাসপুর থানা পুলিশের পক্ষ থেকে ওই কর্মসুচীর উদ্ভোদন করা হয়। উপজেলার বিয়াঘাট ইউনিয়নে বিয়াঘাট থেকে দুর্গাপুর পর্যন্ত পাকা রাস্তার দুই ধারে এক কিমি এলাকা জুড়ে ৫শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে। জলবায়ু নিয়ন্ত্রন বৈশ্বিক নানা সমস্যা মোকাবেলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তাছাড়া বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। যার জন্য থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ পরিবেশ গঠনের লক্ষে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করেছি। ইতি পুর্বেও এক হাজারের অধিক বৃক্ষরোপণ করা হয়েছে।