গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

বিশেষ প্রতিবেদক দৈনিক বনলতা.
নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় মোঃ খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল জানান, বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে জরিমানা করা হয় এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধীগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।