শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমিও নরম রোদের আশায় প্রহর গুনছি!

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • ১৪৪ Time View

জান্নাতুল ফেরদৌস ফেন্সী. 

আমিও নরম রোদের আশায় প্রহর গুনছি!!!
তোমার আলতো পায়ে হেটে আসার শব্দ যেনো শুনছি!!
একটুকু ছোঁয়া পাবো বলে হন্যে হয়ে খুঁজছি!!
পানকৌড়ির মত ডুব সাতারে বুকের মাঝে ডুবছি!!!
কবেকার মিষ্টি আলাপন ভাবছি শধু ভাবছি!!
চেনা পথে অচেনার সন্ধানে হাটছি আমি হাঁটছি!!
মরিচিকার পিছনে মরুময় আমি ছুটছি যে ছুটছি!!
ভেলা ভাসিয়ে দাড় বেয়ে কূলে অকুলে ভাসছি!!
অন্ধকার গহীনে নিথুয়াপাথারে ঘুরছি শুধু ঘুরছি!!
কাব্যমাখা মুধুর চিঠি রাত জেগে পড়ছি আর পড়ছি!!
আকাশের গায়ে মেঘের লুটোপুটি নীল চোখে আঁকছি!!
রাতের আকাশের শত তারার মাঝে সুখতারা গুনছি!!
মনের গাঙ্গের রঙীন বৈঠা ধরছি আবার ছাড়ছি!!
কণ্টকাকীর্ণ জীবনের খেলায় হারছি না হয় জিতছি!!
চোখের উপর চোখ মনের উপর মন রাখছি তো রাখছি!!
কারণে অকারণে বারণে সন্তোর্পনে হাসছি শুধু হাসছি!!
সফলে বিফলে আনন্দে স্বাচ্ছন্দ্যে কাঁদছি তো কাঁদছি!!
যতনে রতনে নরমে গরমে জন্ম হতে জ্বলছি তো জ্বলছি!!
জীবনের তরে নিয়তির কাছে কতবার যে হারছি!!
মরার আগে কতবার মরিয়া মরেছি যে মরছি!!
যাযারব জীবনে অবান্তর সোপান গড়ছি তো গড়ছি!!
আগুনের সাথে ফাগুনের পিরিত নিত্যদিন লড়ছি!!
লোহার সনে কাষ্ঠের প্রেম তবুও মনে মন মজেছি

Tag :

আমিও নরম রোদের আশায় প্রহর গুনছি!

Update Time : ০৭:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

জান্নাতুল ফেরদৌস ফেন্সী. 

আমিও নরম রোদের আশায় প্রহর গুনছি!!!
তোমার আলতো পায়ে হেটে আসার শব্দ যেনো শুনছি!!
একটুকু ছোঁয়া পাবো বলে হন্যে হয়ে খুঁজছি!!
পানকৌড়ির মত ডুব সাতারে বুকের মাঝে ডুবছি!!!
কবেকার মিষ্টি আলাপন ভাবছি শধু ভাবছি!!
চেনা পথে অচেনার সন্ধানে হাটছি আমি হাঁটছি!!
মরিচিকার পিছনে মরুময় আমি ছুটছি যে ছুটছি!!
ভেলা ভাসিয়ে দাড় বেয়ে কূলে অকুলে ভাসছি!!
অন্ধকার গহীনে নিথুয়াপাথারে ঘুরছি শুধু ঘুরছি!!
কাব্যমাখা মুধুর চিঠি রাত জেগে পড়ছি আর পড়ছি!!
আকাশের গায়ে মেঘের লুটোপুটি নীল চোখে আঁকছি!!
রাতের আকাশের শত তারার মাঝে সুখতারা গুনছি!!
মনের গাঙ্গের রঙীন বৈঠা ধরছি আবার ছাড়ছি!!
কণ্টকাকীর্ণ জীবনের খেলায় হারছি না হয় জিতছি!!
চোখের উপর চোখ মনের উপর মন রাখছি তো রাখছি!!
কারণে অকারণে বারণে সন্তোর্পনে হাসছি শুধু হাসছি!!
সফলে বিফলে আনন্দে স্বাচ্ছন্দ্যে কাঁদছি তো কাঁদছি!!
যতনে রতনে নরমে গরমে জন্ম হতে জ্বলছি তো জ্বলছি!!
জীবনের তরে নিয়তির কাছে কতবার যে হারছি!!
মরার আগে কতবার মরিয়া মরেছি যে মরছি!!
যাযারব জীবনে অবান্তর সোপান গড়ছি তো গড়ছি!!
আগুনের সাথে ফাগুনের পিরিত নিত্যদিন লড়ছি!!
লোহার সনে কাষ্ঠের প্রেম তবুও মনে মন মজেছি