কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২২ গ্রামবাসী নিহত

বনলতা ডেস্ক.
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) এর পূর্ব অংশের একটি গ্রামে বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ২২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সোমবার রাতে উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)এ হামলা চালায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। পূর্ব কঙ্গোর বেনি অঞ্চলের মাওয়েনদা গ্রামে এ হামলায় হয়। বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা জানান, এডিএফ বিদ্রোহীরা সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে মাওন্দা গ্রামে হামলা চালায়। এ সময় অন্তত ২২জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে তারা। ফুলবার্ট কাসাইরো নামে এক স্থানীয় কর্মকর্তা জানান, এ সময় চুরিকরা মালামাল অন্যত্র সরিয়ে নিতে হামলাকারীরা আরো কয়েক ডর্জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, আমাদের অঞ্চলটি একটি কবরস্থানে পরিণত হয়েছে। আমরা মৃত্যুকুপে বাস করছি যেখানে কর্তৃপক্ষের কোনো নজর নেই।