বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

 “স্বর্গীয় হিন্দোলা ”

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ১৭৯ Time View
  কবি -রিটন মোস্তফা,
নাটোর
কত চৈত্র পেরিয়ে
তুমি যেন জলের ঝর্ণা।
কত ক্ষত শুকিয়ে
তুমি আমার ফল্গুধারা।
কত অমানিশা সহ্য করে
কে তুমি? জানে বিধাতা।

দিনমান রাত একাকার
গুচ্ছ ফুল,তুমি স্বর্গ সুধার।
বারবার পুজিগো তোমারে
রাখি বুকের কোনে,যতনে।
রাখি মুখে মুখে,ঠোঁটে ঠোঁটে
রাখি হৃদের প্রতিটি হৃদস্পন্দনে।

এ যেন এক অর্বাচীন প্রাপ্তির
এ যেন চমকে ওঠা সুখ তুমি।
থেকে যাও,রেখে দাও অন্ত পুরে
আমি প্রেম,তুমি থাক স্বর্গ হয়ে।।

Attachments area

Tag :

 “স্বর্গীয় হিন্দোলা ”

Update Time : ০৫:৩৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  কবি -রিটন মোস্তফা,
নাটোর
কত চৈত্র পেরিয়ে
তুমি যেন জলের ঝর্ণা।
কত ক্ষত শুকিয়ে
তুমি আমার ফল্গুধারা।
কত অমানিশা সহ্য করে
কে তুমি? জানে বিধাতা।

দিনমান রাত একাকার
গুচ্ছ ফুল,তুমি স্বর্গ সুধার।
বারবার পুজিগো তোমারে
রাখি বুকের কোনে,যতনে।
রাখি মুখে মুখে,ঠোঁটে ঠোঁটে
রাখি হৃদের প্রতিটি হৃদস্পন্দনে।

এ যেন এক অর্বাচীন প্রাপ্তির
এ যেন চমকে ওঠা সুখ তুমি।
থেকে যাও,রেখে দাও অন্ত পুরে
আমি প্রেম,তুমি থাক স্বর্গ হয়ে।।

Attachments area