শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু !

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ১১৪ Time View

বনলতা ডেস্ক.

করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জন, মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। শনাক্তের হার ২০.৬৫ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী। নতুনদের নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৫ হাজার ৩০ জনে।

গত বছর ৮ মার্চ করোনার প্রথম প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার এক দিনে ৬৬ জনের মৃত্যু হয়।

সংক্রমণ ধরা পড়ার এক বছর পর এ বছর মার্চের শেষে প্রথমবারের মত দেশে এক দিনে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্তের খবর আসে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ৬ লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র এক সপ্তাহে সেই তালিকায় যোগ হয়েছে আরও অর্ধলক্ষ নাম।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে বুধবার দেশে রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরের দিনই তা প্রায় হাজারখানেক কমল।

Tag :

একদিনে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু !

Update Time : ১২:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বনলতা ডেস্ক.

করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জন, মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। শনাক্তের হার ২০.৬৫ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী। নতুনদের নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৫ হাজার ৩০ জনে।

গত বছর ৮ মার্চ করোনার প্রথম প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার এক দিনে ৬৬ জনের মৃত্যু হয়।

সংক্রমণ ধরা পড়ার এক বছর পর এ বছর মার্চের শেষে প্রথমবারের মত দেশে এক দিনে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্তের খবর আসে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ৬ লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র এক সপ্তাহে সেই তালিকায় যোগ হয়েছে আরও অর্ধলক্ষ নাম।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে বুধবার দেশে রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরের দিনই তা প্রায় হাজারখানেক কমল।