শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল আনসার সদস্যের

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ৮৬ Time View

বিশেষ প্রতিবেদক রাজশাহী :
রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হেতম খাঁ বিদ্যুৎ ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই আনসার সদস্যের নাম মো. মিজানুর রহমান। তার বাড়ি নগরীর হেতম খাঁ সবজিপাড়া এলাকায়। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর খেলোয়াড় ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মিজানুর রহমান ছুটিতে রাজশাহীতে আসেন। অন্যদিনের মতো শনিবার সন্ধ্যাতেও বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়।
ওসি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে হেতম খাঁ এলাকার মাধব নামে এক যুবক এসে মিজানুরকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এতে মিজানুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে। সে হেতম খাঁ এলাকার মদনের ছেলে। এ নিয়ে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছুরিকাঘাতকারী মদন নিহত মিজানুরের বন্ধু বলেও জানিয়েছেন ওসি।

 

Tag :

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল আনসার সদস্যের

Update Time : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

বিশেষ প্রতিবেদক রাজশাহী :
রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হেতম খাঁ বিদ্যুৎ ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই আনসার সদস্যের নাম মো. মিজানুর রহমান। তার বাড়ি নগরীর হেতম খাঁ সবজিপাড়া এলাকায়। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর খেলোয়াড় ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মিজানুর রহমান ছুটিতে রাজশাহীতে আসেন। অন্যদিনের মতো শনিবার সন্ধ্যাতেও বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়।
ওসি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে হেতম খাঁ এলাকার মাধব নামে এক যুবক এসে মিজানুরকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এতে মিজানুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে। সে হেতম খাঁ এলাকার মদনের ছেলে। এ নিয়ে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছুরিকাঘাতকারী মদন নিহত মিজানুরের বন্ধু বলেও জানিয়েছেন ওসি।