শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নলডাঙ্গায় জমি থেকে কৃষকের ধান চুরি!

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩৬ Time View

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের কৃষক রইচ উদ্দিন সোনারের রাতের আধারে ১২ শতাংশ জমির অর্ধেকের বেশি ধান চুরি করে কেটে নিয়ে গেছে হরিদাখলসী চক কেশবপুরের মোস্তফা প্রামাণিক মোস্ত।

ভুক্তভোগী রইচ উদ্দিন বলেন, আমি ১২ শতাংশ জমি সোহেল রানার কাছ থেকে বন্ধক নিয়ে তাতে ধান চাষ করি। ধান কাটার উপযুক্ত সময় হলে গতকাল দিবাগত রাতে মোস্ত প্রাং তা কেটে নিয়ে আসে। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দেন।

অভিযুক্ত মোস্ত প্রাং কে বাড়িতে না পাওয়া গেলে তার পুত্র বধু উক্ত জমি তাদের দাবি করে দায় স্বীকার করে বলেন, আমার শশুর ধান কেটে এনেছে।

জমির মালিক সোহেল রানা জানান, চক কেশবপুর মৌজার উক্ত জমির খাজনা,খারিজ সহ সমস্ত বৈধ কাগজ আমার রয়েছে।

স্থানীয় এলাকাবাসী মোয়াজ্জেম হোসেন মজনু ও গফুর সরদার বলেন মোস্ত প্রাং সব সময় মানুষের সাথে বিবাদ সৃষ্টি করে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী রইচ উদ্দিন আমাকে জানানোর পরে আমি সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাই এবং মোস্তকে ডাকলে সে ডাকে সাড়া দেয়নি।

Tag :

নলডাঙ্গায় জমি থেকে কৃষকের ধান চুরি!

Update Time : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের কৃষক রইচ উদ্দিন সোনারের রাতের আধারে ১২ শতাংশ জমির অর্ধেকের বেশি ধান চুরি করে কেটে নিয়ে গেছে হরিদাখলসী চক কেশবপুরের মোস্তফা প্রামাণিক মোস্ত।

ভুক্তভোগী রইচ উদ্দিন বলেন, আমি ১২ শতাংশ জমি সোহেল রানার কাছ থেকে বন্ধক নিয়ে তাতে ধান চাষ করি। ধান কাটার উপযুক্ত সময় হলে গতকাল দিবাগত রাতে মোস্ত প্রাং তা কেটে নিয়ে আসে। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দেন।

অভিযুক্ত মোস্ত প্রাং কে বাড়িতে না পাওয়া গেলে তার পুত্র বধু উক্ত জমি তাদের দাবি করে দায় স্বীকার করে বলেন, আমার শশুর ধান কেটে এনেছে।

জমির মালিক সোহেল রানা জানান, চক কেশবপুর মৌজার উক্ত জমির খাজনা,খারিজ সহ সমস্ত বৈধ কাগজ আমার রয়েছে।

স্থানীয় এলাকাবাসী মোয়াজ্জেম হোসেন মজনু ও গফুর সরদার বলেন মোস্ত প্রাং সব সময় মানুষের সাথে বিবাদ সৃষ্টি করে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী রইচ উদ্দিন আমাকে জানানোর পরে আমি সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাই এবং মোস্তকে ডাকলে সে ডাকে সাড়া দেয়নি।