শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১০৫ Time View

বনলতা প্রতিবেদক.

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে সব পর্যটন এলাকা দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘করোনা পরিস্থিতি মোকাবিলায়’ করণীয় শীর্ষক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি।

সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দু’সপ্তাহের পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে।’

বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলা করণীয় সভায় স্বাস্থ্যবিধি মেনে হোটেল চালাতে নির্দেশনা দেয়া হয়েছে। দুজনের কক্ষে একজন করে ভাড়া দেয়ার কথা বলা হয়েছে। তবে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি।’

Tag :

বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো

Update Time : ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

বনলতা প্রতিবেদক.

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে সব পর্যটন এলাকা দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘করোনা পরিস্থিতি মোকাবিলায়’ করণীয় শীর্ষক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি।

সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দু’সপ্তাহের পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে।’

বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলা করণীয় সভায় স্বাস্থ্যবিধি মেনে হোটেল চালাতে নির্দেশনা দেয়া হয়েছে। দুজনের কক্ষে একজন করে ভাড়া দেয়ার কথা বলা হয়েছে। তবে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি।’