শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় পাটের বাম্পার ফলনের আশা  কৃষকের

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ৯৪ Time View

বেড়া পাবনা প্রতিনিধি :

পাট বাংলাদেশের সোনালী আঁশ। বিগত কয়েক বছর এই সোনালী আশের দাম না থাকায় আগ্রহ হারিয়ে ফেলেছিল পাট চাষের।তবে এবার পেক্ষাপট পাল্টেছে। চলতি মৌসুমে পাবনার বেড়া উপজেলায় পাটের বা¤পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় পাট চাষিদের মূখে হাসি ফুঠেছে।পাটের বাম্পার ফলন আশা করছে কৃষক । পাটের গাছ পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে । গ্রামের পাট ক্ষেতগুলি বর্তমানে কৃষকের পদচানায় মুখোরিত হয়ে উঠেছে । শ্রাবন মাসে পাট কেটে সেই জমিতে কৃষক রোপা আমন ধানের চাষ করবে । এবছর সময় মতো বৃষ্টিপাতের কারনে পাট গাছ লম্বা ও বড় হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠে মাঠে দু-চোখ জুড়ানো সবুজের সমারোহ। উপজেলার বিস্ত্রীর্ণ এলাকায় সবুজ পাতা দোল খাচ্ছে মাঠের পর মাঠ। সেই সাথে এখন দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। যেন মাঠ জুড়ে সবুজ রঙে সাজিয়ে তুলিছে প্রকৃতির অপরুপ শোভা। পাটের বাজার মূল্য ভাল পাওয়ায় কৃষকরা ব্যাপক হারে এ বছর পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকুল থাকায় গত বছরের চেয়ে পাটের বাম্পার ফলনের আশা করছেন এবং এবারও ভালো দামের স্বপ্ন দেখছেন প্রান্তিক চাষিরা।

উপজেলাধীন হাতিগাড়া গ্রামের সবুজ আলী জানান, এবছর প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া অনুকুল থাকায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি এবছরও পাটের ভালো দাম পাবো। আমিনপুরের কৃষক আকবর আলী জানান,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এবছর আড়াই বিঘা জমিতে পাট চাষবাদ করেছি। পাট চাষে খরচ কম লাভ বেশি। তবে আশা করছি এবার পাটের ফলন ভালই দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান,গত বছর পাট চাষের লক্ষ্যমাত্র ছিল ২৬১০ হেক্টর,এ বছর তা বেড়ে কৃষি বিভাগ ৩৩১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে দেখা গেছে এ বছর উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ৩৭০০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন প্রান্তিক চাষিরা। পরিবেশবান্ধব পাটের মোড়কসহ বিভিন্ন কাছে ব্যবহার বেড়ে যাওয়া ও বাজার মূল্য ভাল পাওয়ায় পাট চাষের ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকুল থাকায় এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করি কৃষকরা তাদের উৎপাদিত স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে পারবে।

Tag :

পাবনার বেড়ায় পাটের বাম্পার ফলনের আশা  কৃষকের

Update Time : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

বেড়া পাবনা প্রতিনিধি :

পাট বাংলাদেশের সোনালী আঁশ। বিগত কয়েক বছর এই সোনালী আশের দাম না থাকায় আগ্রহ হারিয়ে ফেলেছিল পাট চাষের।তবে এবার পেক্ষাপট পাল্টেছে। চলতি মৌসুমে পাবনার বেড়া উপজেলায় পাটের বা¤পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় পাট চাষিদের মূখে হাসি ফুঠেছে।পাটের বাম্পার ফলন আশা করছে কৃষক । পাটের গাছ পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে । গ্রামের পাট ক্ষেতগুলি বর্তমানে কৃষকের পদচানায় মুখোরিত হয়ে উঠেছে । শ্রাবন মাসে পাট কেটে সেই জমিতে কৃষক রোপা আমন ধানের চাষ করবে । এবছর সময় মতো বৃষ্টিপাতের কারনে পাট গাছ লম্বা ও বড় হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠে মাঠে দু-চোখ জুড়ানো সবুজের সমারোহ। উপজেলার বিস্ত্রীর্ণ এলাকায় সবুজ পাতা দোল খাচ্ছে মাঠের পর মাঠ। সেই সাথে এখন দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। যেন মাঠ জুড়ে সবুজ রঙে সাজিয়ে তুলিছে প্রকৃতির অপরুপ শোভা। পাটের বাজার মূল্য ভাল পাওয়ায় কৃষকরা ব্যাপক হারে এ বছর পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকুল থাকায় গত বছরের চেয়ে পাটের বাম্পার ফলনের আশা করছেন এবং এবারও ভালো দামের স্বপ্ন দেখছেন প্রান্তিক চাষিরা।

উপজেলাধীন হাতিগাড়া গ্রামের সবুজ আলী জানান, এবছর প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া অনুকুল থাকায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি এবছরও পাটের ভালো দাম পাবো। আমিনপুরের কৃষক আকবর আলী জানান,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এবছর আড়াই বিঘা জমিতে পাট চাষবাদ করেছি। পাট চাষে খরচ কম লাভ বেশি। তবে আশা করছি এবার পাটের ফলন ভালই দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান,গত বছর পাট চাষের লক্ষ্যমাত্র ছিল ২৬১০ হেক্টর,এ বছর তা বেড়ে কৃষি বিভাগ ৩৩১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে দেখা গেছে এ বছর উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ৩৭০০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন প্রান্তিক চাষিরা। পরিবেশবান্ধব পাটের মোড়কসহ বিভিন্ন কাছে ব্যবহার বেড়ে যাওয়া ও বাজার মূল্য ভাল পাওয়ায় পাট চাষের ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকুল থাকায় এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করি কৃষকরা তাদের উৎপাদিত স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে পারবে।