বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাখির বন্ধন,ওহে পূণ্যবান!

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৩৭ Time View

উৎসর্গ আমার প্রিয় মাজেম ভাইয়াকে।

কলমেঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী।

ঐতিহ্য আর গৌরবে মাথা উঁচু করে দাড়িয়ে আছো তাই,
ওগো পাহাড় সম প্রগাঢ় তুমি,তোমার নয়নে দিয়ো মোরে ঠাঁই।

দিগন্ত জুড়ে বিস্তৃত রাশি রাশি সুখ তুমি,
অসীম দরদে সীমাহীন সসীম তুমি।

বিধাতার অপার দান, তুমি শ্রদ্ধার তুমি সম্মান।
আমার শিরোমণি তুমি, তুমিযে আসমান।

মায়া মমতার আসন সীমাহীন সপ্তম আশ্চর্য তুমি।
স্নেহ আদরে ভরিয়েছো তুমি আমার অন্তর ভুমি।

সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা হাজার শ্রদ্ধার অাকুল আহবান,
দুখের সাথী দীপ্তিময় পথের দিশারী তুমি,তুমি আশার অবস্থান।

পৃথিবীর পরে নিয়মের তরে রাখি তোমারে শির উপরে,
জীবন চলে জীবনের নিয়মে, আমরা চলি পথের প্রহরে।

যত যায় দিন,বাজায়ে বীণ, রচিবো মোরা উন্নত দিন চীর রঙীন।
রাখির বন্ধনে জীবন চাই,
কঠিন বন্ধনে মোদের সম্পর্কের ভীত মজবুত হয়।

ফিরে ফিরে বারবার আসবো তোমার উঠোনে,
থাকবো মোরা সুখে দুঃখে একই উৎসবে একই গানে।

মায়ায় মায়ায় জড়িয়ে রেখো মোরে এই মায়াজালে।
শ্রেষ্ঠ তুমি, অহংকারে তুমি, গৌরবে তুমি, তুমি ধুম্রজালে।

সত্য তুমি,সুন্দর তুমি, সৌরভে তুমি তুমিযে মূল্যবান,
আমি সংহারে ভরেছি, তোমারে স্মরেছি ওহে পূণ্যবান।

Tag :

রাখির বন্ধন,ওহে পূণ্যবান!

Update Time : ১১:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১

উৎসর্গ আমার প্রিয় মাজেম ভাইয়াকে।

কলমেঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী।

ঐতিহ্য আর গৌরবে মাথা উঁচু করে দাড়িয়ে আছো তাই,
ওগো পাহাড় সম প্রগাঢ় তুমি,তোমার নয়নে দিয়ো মোরে ঠাঁই।

দিগন্ত জুড়ে বিস্তৃত রাশি রাশি সুখ তুমি,
অসীম দরদে সীমাহীন সসীম তুমি।

বিধাতার অপার দান, তুমি শ্রদ্ধার তুমি সম্মান।
আমার শিরোমণি তুমি, তুমিযে আসমান।

মায়া মমতার আসন সীমাহীন সপ্তম আশ্চর্য তুমি।
স্নেহ আদরে ভরিয়েছো তুমি আমার অন্তর ভুমি।

সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা হাজার শ্রদ্ধার অাকুল আহবান,
দুখের সাথী দীপ্তিময় পথের দিশারী তুমি,তুমি আশার অবস্থান।

পৃথিবীর পরে নিয়মের তরে রাখি তোমারে শির উপরে,
জীবন চলে জীবনের নিয়মে, আমরা চলি পথের প্রহরে।

যত যায় দিন,বাজায়ে বীণ, রচিবো মোরা উন্নত দিন চীর রঙীন।
রাখির বন্ধনে জীবন চাই,
কঠিন বন্ধনে মোদের সম্পর্কের ভীত মজবুত হয়।

ফিরে ফিরে বারবার আসবো তোমার উঠোনে,
থাকবো মোরা সুখে দুঃখে একই উৎসবে একই গানে।

মায়ায় মায়ায় জড়িয়ে রেখো মোরে এই মায়াজালে।
শ্রেষ্ঠ তুমি, অহংকারে তুমি, গৌরবে তুমি, তুমি ধুম্রজালে।

সত্য তুমি,সুন্দর তুমি, সৌরভে তুমি তুমিযে মূল্যবান,
আমি সংহারে ভরেছি, তোমারে স্মরেছি ওহে পূণ্যবান।