শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নলডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৯১ Time View

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় হঠাৎ একটি হনুমানের আগমন ঘটেছে। বিভিন্ন গ্ৰামে ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান। আজ বেশ কয়েকদিন যাবৎ নাটোর সদর ও নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বিচরণ করছে হুনুমানটি। স্থানীয় লোকজন হনুমানটি দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও ছাদে, কখনও বা গাছের মগডালে, আবার কখনও বাঁশ ঝাড়ে।
হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনগণও ছুটছে পিছুপিছু। জনগণকে দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে।

বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, সম্ভবত খাদ্যের অভাবে এই হনুমান লোকালয়ে চলে এসেছে। সকল স্থানেই মানুষ বড় বড় বৃক্ষ নিধন করছে, ফলের গাছগুলো কেটে ফেলছে, যার ফলে প্রকৃতির উপরে নির্ভরশীল প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। হনুমানের কোনো ধরনের ক্ষতি না করতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

 

Tag :

নলডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান

Update Time : ১০:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় হঠাৎ একটি হনুমানের আগমন ঘটেছে। বিভিন্ন গ্ৰামে ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান। আজ বেশ কয়েকদিন যাবৎ নাটোর সদর ও নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বিচরণ করছে হুনুমানটি। স্থানীয় লোকজন হনুমানটি দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও ছাদে, কখনও বা গাছের মগডালে, আবার কখনও বাঁশ ঝাড়ে।
হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনগণও ছুটছে পিছুপিছু। জনগণকে দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে।

বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, সম্ভবত খাদ্যের অভাবে এই হনুমান লোকালয়ে চলে এসেছে। সকল স্থানেই মানুষ বড় বড় বৃক্ষ নিধন করছে, ফলের গাছগুলো কেটে ফেলছে, যার ফলে প্রকৃতির উপরে নির্ভরশীল প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। হনুমানের কোনো ধরনের ক্ষতি না করতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।