বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের ‘লুটপাট’ নিয়ে মুখ খুললেন জামান

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩১ Time View

বনলতা নিউজ ডেস্ক.

বিএনপি থেকে পদত্যাগের পর দলের নেতৃবৃন্দের লুটপাট নিয়ে মুখ খুললেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান। কেবল মুখ খুলেই থেমে থাকেননি। সংকটকালে দলের নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির রাজপথের এ লড়াকু সৈনিক।

বুধবার বুধবার (১৮ আগস্ট) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রেসব্রিফিংয়ে মিলিত হন তিনি।

এসময় দেশের সংকটময় মুহূর্তে বিএনপির অবদান কোথায় এমন প্রশ্ন করে শামসুজ্জামান জামান বলেন, ‘বিএনপির যেসব নেতৃবৃন্দ লুটপাট করে টাকা বানিয়েছেন, তারা ইচ্ছা করলে ৪-৫ টা হাসপাতাল তৈরি করতে পারতেন। পারতেন সরকারকে একশ কোটি টাকা দিয়ে অক্সিজেন আনার কথা বলতে। সরকার না নিলে সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ তা করেনি। তাহলে সংকটময় সময়ে আমাদের অবদান কোথায়।’

এসময় জামান বলেন, দেশের মানুষের জন্য কিছু করা হলো ইমান। আর ধর্ম এটাই বলে। সকল ধর্ম একই কথাই বলেছে। সুতরাং আমি দল ছেড়ে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে কাজ করতে চাইলে দেশের জন্য কাজ করেন।

এসময় তিনি আরও বলেন, যেসব নেতাকর্মী রাজনীতি ছাড়তে চায় তাদের ছাড়তে দিবেন। আপনারা দয়া করে টানাটানি করবেন না।

এদিকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছা সেবক দলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে তার পদত্যাগপত্র থেকে আভাস পাওয়া যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর যে পদত্যাগপত্র জমা দেন তাতে নিজের রাজনীতির দীর্ঘ ৩৬ বছরের আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের কথা উল্লেখ করে ৩৬টি বছর বিএনপিকে সাদকা হিসেবে দান করেন বলেও লিখেন। এমনকি সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তার মতামত গ্রহণ করা হয়নি উল্লেখ করে বিষাদ প্রকাশ করেন।

পদত্যাগের পর প্রেস ব্রিফিং করে দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘জানি এখন আপনারা আমাকে দালাল বলবেন। কিন্তু না, আমি আওয়ামী লীগেও যাবো না, জামায়াতেও যাবো না। দেশের জন্য কাজ করতে চাইলে কোন দলের না হয়েও কাজ করা যায়, এবং আমি তা প্রমাণ করে দিবো।’

এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। দুই কমিটির প্রত্যেকটি ৬১ জন করে মোট ১২২ জন নেতা স্থান পেয়েছেন।

কমিটির জেলা শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্র নেতা দেওয়ান জাকির হোসেন খান। এছাড়া মহানগরের আহ্বায়ক হিসেবে আব্দুল ওয়াহিদ সুহেল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হোসেন আজিজ।

এডভোকেট শামসুজ্জামান জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁর মতামত ও পরামর্শ উপেক্ষা করে নিজের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করায় অভিমানে তিনি পদত্যাগ করেছেন বলে দলটির স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

Tag :

বিএনপি নেতাদের ‘লুটপাট’ নিয়ে মুখ খুললেন জামান

Update Time : ০৬:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

বনলতা নিউজ ডেস্ক.

বিএনপি থেকে পদত্যাগের পর দলের নেতৃবৃন্দের লুটপাট নিয়ে মুখ খুললেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান। কেবল মুখ খুলেই থেমে থাকেননি। সংকটকালে দলের নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির রাজপথের এ লড়াকু সৈনিক।

বুধবার বুধবার (১৮ আগস্ট) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রেসব্রিফিংয়ে মিলিত হন তিনি।

এসময় দেশের সংকটময় মুহূর্তে বিএনপির অবদান কোথায় এমন প্রশ্ন করে শামসুজ্জামান জামান বলেন, ‘বিএনপির যেসব নেতৃবৃন্দ লুটপাট করে টাকা বানিয়েছেন, তারা ইচ্ছা করলে ৪-৫ টা হাসপাতাল তৈরি করতে পারতেন। পারতেন সরকারকে একশ কোটি টাকা দিয়ে অক্সিজেন আনার কথা বলতে। সরকার না নিলে সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ তা করেনি। তাহলে সংকটময় সময়ে আমাদের অবদান কোথায়।’

এসময় জামান বলেন, দেশের মানুষের জন্য কিছু করা হলো ইমান। আর ধর্ম এটাই বলে। সকল ধর্ম একই কথাই বলেছে। সুতরাং আমি দল ছেড়ে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে কাজ করতে চাইলে দেশের জন্য কাজ করেন।

এসময় তিনি আরও বলেন, যেসব নেতাকর্মী রাজনীতি ছাড়তে চায় তাদের ছাড়তে দিবেন। আপনারা দয়া করে টানাটানি করবেন না।

এদিকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছা সেবক দলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে তার পদত্যাগপত্র থেকে আভাস পাওয়া যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর যে পদত্যাগপত্র জমা দেন তাতে নিজের রাজনীতির দীর্ঘ ৩৬ বছরের আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের কথা উল্লেখ করে ৩৬টি বছর বিএনপিকে সাদকা হিসেবে দান করেন বলেও লিখেন। এমনকি সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তার মতামত গ্রহণ করা হয়নি উল্লেখ করে বিষাদ প্রকাশ করেন।

পদত্যাগের পর প্রেস ব্রিফিং করে দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘জানি এখন আপনারা আমাকে দালাল বলবেন। কিন্তু না, আমি আওয়ামী লীগেও যাবো না, জামায়াতেও যাবো না। দেশের জন্য কাজ করতে চাইলে কোন দলের না হয়েও কাজ করা যায়, এবং আমি তা প্রমাণ করে দিবো।’

এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। দুই কমিটির প্রত্যেকটি ৬১ জন করে মোট ১২২ জন নেতা স্থান পেয়েছেন।

কমিটির জেলা শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্র নেতা দেওয়ান জাকির হোসেন খান। এছাড়া মহানগরের আহ্বায়ক হিসেবে আব্দুল ওয়াহিদ সুহেল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হোসেন আজিজ।

এডভোকেট শামসুজ্জামান জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁর মতামত ও পরামর্শ উপেক্ষা করে নিজের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করায় অভিমানে তিনি পদত্যাগ করেছেন বলে দলটির স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।