শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিংড়ায় দুই বৃদ্ধকে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ৫৪ Time View

সিংড়া (নাটোর) প্রতিনিধি.
ধানগাছ নষ্ট করার অপরাধে নাটোরের সিংড়ায় দুইজন বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে মারপিট করেছে এক ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী ইতালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

রোববার সকালে উপজেলার ইতালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) ও বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যান। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধানগাছ খেয়ে নষ্ট করে। খবর পেয়ে ইউপি সদস্য কৃষক বেলায়েত হোসেনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, কোনো কৃষককে বেঁধে রাখার বিষয়টি সঠিক নয়। তার জমি নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলেন। পরে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাগের মাথায় ওই কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Daily Banalata

সিংড়ায় দুই বৃদ্ধকে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

Update Time : ০৬:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

সিংড়া (নাটোর) প্রতিনিধি.
ধানগাছ নষ্ট করার অপরাধে নাটোরের সিংড়ায় দুইজন বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে মারপিট করেছে এক ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী ইতালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

রোববার সকালে উপজেলার ইতালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) ও বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যান। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধানগাছ খেয়ে নষ্ট করে। খবর পেয়ে ইউপি সদস্য কৃষক বেলায়েত হোসেনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, কোনো কৃষককে বেঁধে রাখার বিষয়টি সঠিক নয়। তার জমি নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলেন। পরে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাগের মাথায় ওই কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।