শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ড, ওয়ার্কশপসহ বাড়ী ভস্মিভুত

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১০৩ Time View

বিশেষ প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ওয়ার্কশপসহ বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্ত লাগোয়া উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামে মিলনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির লোকজন হঠাৎ ঘরের চালের উপর দিয়ে কালো ধোয়া ও আগুনের শিখা বের হতে দেখে চিৎকার করতে থাকে । তাদের আর্তচিৎকারে বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ওয়ার্কশপের দোকান ঘর ও বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে সব ভষ্মিভূত হয়ে গেছে। এ সময় দোকান মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে ভঁরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি ও দোকান এক সাথে হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে বাড়ির মালিক ও দোকান মালিক এখন উদভ্রান্ত প্রায়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে আমি শিশু এলাকায় নিজে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের  সুত্রপাত হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।

Tag :
About Author Information

Daily Banalata

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ড, ওয়ার্কশপসহ বাড়ী ভস্মিভুত

Update Time : ০৮:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

বিশেষ প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ওয়ার্কশপসহ বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্ত লাগোয়া উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামে মিলনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির লোকজন হঠাৎ ঘরের চালের উপর দিয়ে কালো ধোয়া ও আগুনের শিখা বের হতে দেখে চিৎকার করতে থাকে । তাদের আর্তচিৎকারে বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ওয়ার্কশপের দোকান ঘর ও বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে সব ভষ্মিভূত হয়ে গেছে। এ সময় দোকান মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে ভঁরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি ও দোকান এক সাথে হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে বাড়ির মালিক ও দোকান মালিক এখন উদভ্রান্ত প্রায়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে আমি শিশু এলাকায় নিজে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের  সুত্রপাত হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।