কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় আফগান পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টায় ভাষণ দেবেন প্রেসিডেন্ট। এতে কাবুল বিমানবন্দরে হামলা নিয়ে কথা বলবেন তিনি।
বাইডেনের ভাষণের পর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।
এদিকে আফগানিস্তানে এখনও হাজারখানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।
মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, পর্যবেক্ষরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে। মাইক জ্যাকসন বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া। সূত্র: রয়টার্স।