বিশেষ প্রতিবেদক, রাজশাহী.
রাজশাহীতে ৫ দিনব্যাপি বেসিক মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ইলেট্রনিক্স ডিভাইজ মোবইল এর মাধ্যম সাংবাদিকতার নতুন সম্ভবনার অধ্যায়ের সূচনা। বিশ্ব এখন আধুনিকায়নের শেকড় থেকে শিখরে পৌঁছে যাচ্ছে। গনমাধ্যম তার ব্যাতিক্রম নয়।
বুধবার সিসিডি বাংলাদেশ, রেডিও পদ্মা উদ্যোগে ও সহযোুগতায় টেনিস কমপ্লেক্স, অর্কিড হল রুম মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ৩২ জন নারী অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিডি বাংলাদেশ চিফ ডেপুটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদিপ কুমার পান্ডে, রাবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর মসিহুর রহমান, সিসিডি বাংলাদেশ যুগ্ম পরিচালক সাহানা পারভিন। রেডিও পদ্মা নিউজ প্রেজেন্টার সিসিডি বাংলাদেশ মাহামুদুল ইসলাম মুন্না, সিসিডি বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিসিডি বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা আসিকুর রহমান, রোকসানা পারভিন তরু।
বর্তমান মোবাইল সাংবাদিকতা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ইলেকট্রনিক্স ডিভাইজটি ছোট, ব্যবহার উপযুগি এবং বহনেও বেশ সুবিধা। মেবাইলে নেট সংযোগে শহর, বন্দর, গ্রামগঞ্জ যেকোন স্থান থেকে তরিৎ ঘটে যাওয়া ঘটনার সংবাদ সংগ্রহ করে প্রচার করা দ্রুত সম্ভব। কিন্ত এই মাধ্যমটি নতুন হওয়ার কারনে সকলকে সঠিক ভাবে মোবাইল ব্যবহার করে সত্যতার বিচার জ্ঞান সর্ম্পূন হওয়ার প্রয়োজনে বেশ গুরুত্ব রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বিভিন্ন দিক নির্দেশনা দেন উপস্থিত বিজ্ঞ গন।