গুরুদাসপু (নাটোর) প্রতিনিধি.
মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুরুদাসপুরের মশিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান লাবু। শনিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. শহিদুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর যৌথ আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক লাবু বলেন, বিদ্যালয়ে আয়া পদে নিয়োগাদানের ব্যপারে সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন। একটা পক্ষ তাকে অনৈতিক পন্থা অবলম্বন করে নিয়োগদানের জন্য প্রভাবিত করতে চাচ্ছিলেন। তাতে সফল না হয়ে তাকে সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছেন। তিনি ওই সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, অর্থের বিনিময়ে নিয়োগদানের অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে তেমন কোনো ঘটনাই ঘটেনি। পরীক্ষায় উত্তীর্ণরাই নিয়োগ পেয়েছেন। একটা মহল অসৎ উদ্দেশ্য হাচিল না করতে পেরে মিথ্যাচার করছেন।