শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শতবছরের করাই গাছ থেকে ১টি চিলপাখি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ৬৪ Time View

বিশেষ প্রতিবেদক রাজশাহী.

রাজশাহীর শতবছরের ঐতিহ্য সারদা বাজারের করাই গাছ থেকে আহত অবস্থায় ১টি চিল পাখি উদ্ধার করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিস দল। রাজশাহী বিভাগিয় বন্য প্রাণীও প্রকৃতি সংরক্ষণ ও চারঘাট উপজেলা বন অধিদপ্তর আহত পাখিটির দায়িত্বে নিয়েছে।

চারঘাট ফায়ার সার্ভিস ও চারঘাট পৌরসভার ৪ নং ওর্য়াড কাউন্সিলর আমির হোসেন বলেন, প্রতিনিয়িত জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। মানুষ উপযোগি বসবাস করার পরিবেশ করতে হলে সকল জীবের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এই পৃথিবীর সৃষ্টির নিয়মে মানুষের সাথে বিভিন্ন পশু, পাখি ও উদ্বিদের সাথে একটি নিবিড় সর্ম্পক আছে। ভিন্ন জাতের পশু ও পাখির উপকারিতার সুবিধা ভোগ করে আছে মানুষ। কিন্ত বর্তমান জীব বৈচিত্রের বেশির ভাগ প্রাণির বিলুপ্তির পথে প্রায়। বর্তমান পরিবেশকে পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কর্ত্যব ও দায়িত্ব দুটই সকল শ্রেনীর মানুষের। কিন্ত বিভিন্ন কারনে নানা প্রজাতির পশু ও পাখি প্রতিনিয়ত মারা যাচ্ছে।

গতকাল শনিবার দুপুরে বড় আকৃতির ১টি চিল পাখি শতবছরের পুরাতন একটি করাই গাছের ডালে ঘুড়ির সুতার সাথে আটকে যায়। পাখিটি নিজেকে বাচাঁর তাগিদে কিচির মিচির শব্দ করতে থাকে। ওই সময় ৪নং ওর্য়াড কাউন্সিলর আমির হোসেন পাখিটি উদ্ধারে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। গত শনিবার সরকারী দপ্তর বন্ধ থাকায় রবিবার দুপুরে চারঘাট বন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান ওই আহত পাখিটির সংরক্ষনের দায়িত্ব নিয়েছেন।
রাজশাহী বিভাগিয় বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে আহত পাখিটির চিকিৎসা করা জন্য দেয়া হয়েছে। এই পাখিটি সুস্থ ও আকাশে উড়ার ক্ষমাতা ফিরে পেলে তাকে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন চারঘাট বন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান।

Tag :
About Author Information

Daily Banalata

শতবছরের করাই গাছ থেকে ১টি চিলপাখি উদ্ধার

Update Time : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

বিশেষ প্রতিবেদক রাজশাহী.

রাজশাহীর শতবছরের ঐতিহ্য সারদা বাজারের করাই গাছ থেকে আহত অবস্থায় ১টি চিল পাখি উদ্ধার করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিস দল। রাজশাহী বিভাগিয় বন্য প্রাণীও প্রকৃতি সংরক্ষণ ও চারঘাট উপজেলা বন অধিদপ্তর আহত পাখিটির দায়িত্বে নিয়েছে।

চারঘাট ফায়ার সার্ভিস ও চারঘাট পৌরসভার ৪ নং ওর্য়াড কাউন্সিলর আমির হোসেন বলেন, প্রতিনিয়িত জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। মানুষ উপযোগি বসবাস করার পরিবেশ করতে হলে সকল জীবের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এই পৃথিবীর সৃষ্টির নিয়মে মানুষের সাথে বিভিন্ন পশু, পাখি ও উদ্বিদের সাথে একটি নিবিড় সর্ম্পক আছে। ভিন্ন জাতের পশু ও পাখির উপকারিতার সুবিধা ভোগ করে আছে মানুষ। কিন্ত বর্তমান জীব বৈচিত্রের বেশির ভাগ প্রাণির বিলুপ্তির পথে প্রায়। বর্তমান পরিবেশকে পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কর্ত্যব ও দায়িত্ব দুটই সকল শ্রেনীর মানুষের। কিন্ত বিভিন্ন কারনে নানা প্রজাতির পশু ও পাখি প্রতিনিয়ত মারা যাচ্ছে।

গতকাল শনিবার দুপুরে বড় আকৃতির ১টি চিল পাখি শতবছরের পুরাতন একটি করাই গাছের ডালে ঘুড়ির সুতার সাথে আটকে যায়। পাখিটি নিজেকে বাচাঁর তাগিদে কিচির মিচির শব্দ করতে থাকে। ওই সময় ৪নং ওর্য়াড কাউন্সিলর আমির হোসেন পাখিটি উদ্ধারে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। গত শনিবার সরকারী দপ্তর বন্ধ থাকায় রবিবার দুপুরে চারঘাট বন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান ওই আহত পাখিটির সংরক্ষনের দায়িত্ব নিয়েছেন।
রাজশাহী বিভাগিয় বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে আহত পাখিটির চিকিৎসা করা জন্য দেয়া হয়েছে। এই পাখিটি সুস্থ ও আকাশে উড়ার ক্ষমাতা ফিরে পেলে তাকে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন চারঘাট বন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান।