মোঃ হারুনার রশীদ (হারুন) বেড়া,
বেড়ায় মঙ্গলবার(৩১ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা অরবিন্দু সরকারের নেতৃত্বে, এস আই গফুর, এস আই সাদিক, এ এস আই কামাল সঙ্গীয় র্ফোসসহ উপজেলাধীন মোহনগঞ্জ গ্রামের মৃত কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী কালু(৩০)কে আটক করে। এ সময় তার কাছে থাকা ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।তার বিরুদ্ধে বেড়া মডেল থানায় মামলা হয়েছে ।
অন্যদিকে এস আই জাফর সাদিক সঙ্গীয় র্ফোসসহ ওই রাতেই চাকলা ইউনিয়নের বঙ্গবন্ধু হাইস্কুলের ভেতর অভিযান চালিয়ে চার জুয়ারুকে আটক করেছে। আটককৃতরা হলেন,চাকলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে রুবেল(৩৭),নলভাঙ্গা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে সোহেল(৩৫),খাকছাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সবুর(৩৫), খাকছাড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোজাফ্ফর(৩০)। থানা সুত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরে করে জেল হাজতে প্রেরণ করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা অরবিন্দু সরকার।