রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপী “রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার” এই শ্লোগানকে সামনে রেখে রাণীনগর আঁধারে আলো মানবতার সংগঠন উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এদিন উপজেলার সদরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন জায়গার আর্বজনা পরিস্কার করা হয়। কর্মসূচী চলাকালে রেল স্টেশন এলাকা থেকে প্রায় ৬-৭ হাজার প্লাস্টিকের বিভিন্ন ধরনের পরিত্যাক্ত পাত্র পরিস্কার করা হয়।
এ সময় রাণীনগর আঁধারে আলো মানবতার সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম, সভাপতি রায়হানুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক সাজু হোসেন, প্রচার সম্পাদক হুমায়ন কবীরসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা।