বেড়া,পাবনা প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে ধারণ করে বেড়া উপজেলায় ২০২১-২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
মঙ্গলবার(০৭ সেপ্টেম্বর)তারই ধারাবাহিকতায় দুপুরে বেড়া উপজেলা পরিষদ পুকুরে ১২০ কেজি পোনা মাছ অবমুক্ত করে করা হয়। সে সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।