মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে দেশে ১৩ মাসে হয় এক বছর

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৪২ Time View

বনলতা ডেস্ক.

একটি দেশ বাদে বিশ্বের সব দেশে ১২ মাসে বছর গণনা করা হয়। অদ্ভুত এই নিয়ম চালু রয়েছে ইথিওপিয়ায়। এই বছর গণনার নিয়ম হিসেবে বলা হয়, বছরের ১২ মাস ৩০ দিনে গণনা করা হলেও ১৩তম মাস গণনা করা হয় ৬ বা ৭ দিনে। যা নির্ভর করে অধিবর্ষের ওপর। খবর বিবিসি

মুলত যিশু খ্রিষ্টের জন্মসাল বিভিন্নভাবে গণনা করার কাবনেই এমনটি ঘটে। ইতিহাসেও তারা অন্যদের থেকে আলাদা। কেননা ৫০০ খ্রিস্টাব্দে কাথ্যলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ তা করেনি।

ইথিওপিয়ায় শুধু ১৩ মাসেই বছর নয়, সেখানে বসন্তের সময় নতুন বছর শুরু হয়। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের ১১ তারিখ পয়লা দিন হিসেবে গণনা করা হয়। অধিবর্ষে যা শুরু হয় ১২ সেপ্টেম্বর থেকে। এছাড়া দেশটিতে ১২টা থেকে নয়, সময় শুরু হয় ৬টা থেকে।

Tag :

যে দেশে ১৩ মাসে হয় এক বছর

Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

বনলতা ডেস্ক.

একটি দেশ বাদে বিশ্বের সব দেশে ১২ মাসে বছর গণনা করা হয়। অদ্ভুত এই নিয়ম চালু রয়েছে ইথিওপিয়ায়। এই বছর গণনার নিয়ম হিসেবে বলা হয়, বছরের ১২ মাস ৩০ দিনে গণনা করা হলেও ১৩তম মাস গণনা করা হয় ৬ বা ৭ দিনে। যা নির্ভর করে অধিবর্ষের ওপর। খবর বিবিসি

মুলত যিশু খ্রিষ্টের জন্মসাল বিভিন্নভাবে গণনা করার কাবনেই এমনটি ঘটে। ইতিহাসেও তারা অন্যদের থেকে আলাদা। কেননা ৫০০ খ্রিস্টাব্দে কাথ্যলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ তা করেনি।

ইথিওপিয়ায় শুধু ১৩ মাসেই বছর নয়, সেখানে বসন্তের সময় নতুন বছর শুরু হয়। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের ১১ তারিখ পয়লা দিন হিসেবে গণনা করা হয়। অধিবর্ষে যা শুরু হয় ১২ সেপ্টেম্বর থেকে। এছাড়া দেশটিতে ১২টা থেকে নয়, সময় শুরু হয় ৬টা থেকে।