জনি পারভেজ..গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি..
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বরাবরই তাঁর কর্মকান্ডের মাধ্যমে হয়েছেন প্রশংসিত। এবার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতার পায়ে হাত দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশংসায় ভাসছেন। নেতার প্রতি মন্ত্রীর এমন ভক্তি-শ্রদ্ধা আগামী প্রজন্মের জন্য অনুকরনীয়।
জানা গেছে,আগামী ১২ সেপ্টেম্বর নাটোর জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন। সে লক্ষ্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে সাথে চলনবিল ভ্রমনে বের হন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মদ পলক। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা পয়েন্টে যাত্রা বিরতি করেন।
বিলশায় নাটোর ৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের স্থায়ী নিবাস। অসুস্থ্যতা জনিত কারনে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বাসায় ছিলেন না। কিন্তু তাঁর বড় ভাই বর্ষিয়ান আ.লীগ নেতা গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি এবং সাবেক বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর (৮৫) উপস্থিত ছিলেন। তাঁকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পরেন জুনায়েদ আহম্মদ পলক। প্রতিমন্ত্রী আ.লীগ নেতা আব্দুল গফুরের পায়ে হাত দিয়ে ছালাম জানিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তাঁর শরীরিক অবস্থার খোঁজ খবর নেন। আব্দুল গফুরও প্রতিমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরেন। এসময় আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়।
গুরুদাসপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব জানান,প্রবীন নেতার প্রতি প্রতিমন্ত্রী পলকের এমন ভক্তি শ্রদ্ধা আগামী প্রজন্মের জন্য অনুকরনীয়-অনুসরনীয়। নেতার প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে নেতা হওয়া যায় না।
উল্লেখ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলককে স্বাগত জানাতে বিলশায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন,সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন,সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভনসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি উপস্থিত ছিলেন।