বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় চলছে দূর্গোৎসবের প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ৪১ Time View

মোঃ রিফাতুল আলম বেড়া (পাবনা) : প্রতিনিধি.

বর্ষা এবং শীতের মাঝামাঝি যে ঋতু প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয় সেটি শরৎ। প্রকৃতির মোহনীয় রুপ সবাইকে মুগ্ধ করে। কালো মেঘের আঁধার কেটে গিয়ে আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। শীতের আগমনী বার্তাও শোনা যায় শরতে। বাতাসে ভাসে শিউলি ফুলের গন্ধ আর নদীর তীর জুড়ে সাদা কাশফুলের অবারিত মাঠ। আর এমনই এক মোহনীয় মুহূর্তে স্বর্গ থেকে মর্ত্যে অর্থাৎ শশুরকুল থেকে পিতৃকুলে স্বপবিারে বেড়াতে আসেন দেবী দূর্গা। দেবীর আগমনকে ঘিরে ভক্তদের শুরু হয় ব্যস্ততা। পূজার দিন যত

প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বেড়া উপজেলা শাখার সভাপতি ভিখুরাম হালদার জানান, এখন পর্যন্ত আমরা ৫২ টি পূজার তালিকা তৈরি করেছি। পূজার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। গতবারের চেয়ে এ বছর পূজার সংখা বৃদ্ধি পেয়েছে।

Tag :

পাবনার বেড়ায় চলছে দূর্গোৎসবের প্রস্তুতি

Update Time : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

মোঃ রিফাতুল আলম বেড়া (পাবনা) : প্রতিনিধি.

বর্ষা এবং শীতের মাঝামাঝি যে ঋতু প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয় সেটি শরৎ। প্রকৃতির মোহনীয় রুপ সবাইকে মুগ্ধ করে। কালো মেঘের আঁধার কেটে গিয়ে আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। শীতের আগমনী বার্তাও শোনা যায় শরতে। বাতাসে ভাসে শিউলি ফুলের গন্ধ আর নদীর তীর জুড়ে সাদা কাশফুলের অবারিত মাঠ। আর এমনই এক মোহনীয় মুহূর্তে স্বর্গ থেকে মর্ত্যে অর্থাৎ শশুরকুল থেকে পিতৃকুলে স্বপবিারে বেড়াতে আসেন দেবী দূর্গা। দেবীর আগমনকে ঘিরে ভক্তদের শুরু হয় ব্যস্ততা। পূজার দিন যত

প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বেড়া উপজেলা শাখার সভাপতি ভিখুরাম হালদার জানান, এখন পর্যন্ত আমরা ৫২ টি পূজার তালিকা তৈরি করেছি। পূজার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। গতবারের চেয়ে এ বছর পূজার সংখা বৃদ্ধি পেয়েছে।