মোঃ রিফাতুল আলম বেড়া, ( পাবনা ) প্রতিনিধিঃ
আজ ১৪সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় মোহনগঞ্জ নদীতে অভিজান চালানো হয়েছে । এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ মহাবুব হাসান।
এতে মোঃইব্রাহিম আলী ছেলেকে আটক করেছে পুলিশ । তাহার গ্রামের বাড়ী পাইখন্দ , পরে ভ্রাম্যমাণ আদালতে ২হাজার টাকা করে জরিমানায় ১৫ জন জেলকে টাকা পরিশোধ করে ছেড়ে দেওয়া হয়েছে। উক্ত অভিজানে আনুমানিক ৫শ মিটার কারেন জান জব্দ করা হয়েছে । যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
মোহনগঞ্জ নদীর ঘাটে বেড়া উপজেলা মৎস্য অফিসার এস এম জাহাঙ্গীর আলম ও এস আই ছাদিক সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করে। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দু সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ধরনের অভিযান চলমান থাকবে।