১৮ মার্চ ২০২১ ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের হরদমা এলাকায় ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে জিল্লুর রহমান নামের বিএনপির এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২২ মার্চ) সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল।
দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান (৪৪) বিয়াঘাট ইউনয়ন যুবদালের সাবেক সভাপতি ও হরদমা গ্রামের মৃত্যু আব্দুল মন্ডলের ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে আবু রাসেল দৈনিক বনলতাকে জানান, ত্রিফসলী ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি কাটা ও বিক্রি কারার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।