গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
অসহায় এক বোনের বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে তারই আপন ভাই আসাদ শাহর বিরুদ্ধে। মারপিটের পর প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে। এঘটনায় ভুক্তভোগি ওই নারী গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার সকালে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লায় ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগি সুফিয়া বেগম (৬৫) ও অভিযুক্ত আপন ভাই আসাদ শাহ একই মহল্লার বাসিন্দা। এঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ওই নারী।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া বেগম। তিনি অভিযোগ করেন, ওয়ারিশ মোতাবেক তিনি বাবার জমি পেয়েছিলেন। সেখানেই তিনি বসবাস করছেন। ৮ ভাই বোনের মধ্যে এক ভাইয়ের কোনো সন্তান না থাকায় তারা ওই জমির ওয়ারিশ হয়েছেন। কিন্তু আসাদ শাহ সুফিয়া বেগমকে সেই জমি দিতে রাজি নন। দীর্ঘদিন ধরে আসাদ শাহ, খালেদা বেগম, নাজমুল শাহ’রা বিভিন্ন নির্যাতন করে আসছিলেন। সবশেষ শুক্রবার মারপিটের পর পৃত্তিক বসতভিটাও দখল করেছেন। এখন প্রাণ শংসয়ে পড়েছেন তিনি।
তবে অভিযুক্ত আসাদ শাহ এব্যপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, ভুক্তভোগি সুফিয়া বেগমের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ৃ