বিশেষ প্রতিবেদক শ্রীপুর (গাজীপুর) থেকে :
গাজীপুরের শ্রীপুরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৪ জন নারী ক্রিকেটারদের মাঝে বিনামূল্যে ক্রিকেট উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার টেংরা গ্রামের শিশু পল্লী প্লাস ও তেলিহাটী ইউনিয়নের যৌথ অর্থায়নে এ উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, আনসরার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়, তেলিহাটী উচ্চ বিদ্যালয়, কবি নজরুল উচ্চ বিদ্যালয়, মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শিশু পল্লী প্লাস।
শিশু পল্লী প্লাসের ‘ছায়াকুঞ্জ’ মিলনায়তনে ও্ই পুরুস্কার বিতরণ করা হয়। সংস্থাটির অপারেশনস ম্যানেজার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রধান অতিথি হিসেবে নারী ক্রিকেটারদের হাতে উপকরণগুলো তুলে দেন। এ সময় সংস্থাটির সিনিয়র রেসিডিনশিয়াল আর্টিস্ট মিলন রবের সঞ্চালনায় বক্তব্য দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসলাম হোসাইন, আসমা ফেরদৌস লিপি, আল ইমরান, জ্যেষ্ঠ কো-অর্ডিনেটর মামুনুর রশীদ, প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিনসহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।