সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাবনা জেলা সেরা হলেন আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২২০ Time View

মোঃ হারুনার রশীদ (হারুন)বেড়া, প্রতিনিধিঃ

পাবনার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন আমিনপুর থানার রওশন আলী। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানাযায়,  ৭ সেপ্টেম্বর আয়োজিত  মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে ঘোষণা করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুজানগর ইউপি নির্বাচন সুষ্ঠভাবে পালন এবং কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে নির্দেশনা দেওয়া হয়। সভার শুরুতে সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১২ জন অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

থানা সূত্রে জানা যায়, আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী মাদক, দুর্গম চরে সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং এর তদারকী, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠ ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

এর আগে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। ইতোমধ্যে তিনি মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সুধি মহলে প্রশংসিত হয়েছেন। দুর্গম ঢালারচরে তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাস দমন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। মা ইলিশ সংরক্ষণে বড় ভূমিকা পালন করে যাচ্ছেন।

ওসি মোঃ রওশন আলী জানান, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। পুরুস্কারের এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। সেই সাথে সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে পুলিশ সম্পর্কে নেতিবাচক না পায়। পুলিশ হবে জনগণের বন্ধু। এসপি মহিবুল ইসলাম খান স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ সহকর্মীদেরকে কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

Tag :

পাবনা জেলা সেরা হলেন আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী

Update Time : ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

মোঃ হারুনার রশীদ (হারুন)বেড়া, প্রতিনিধিঃ

পাবনার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন আমিনপুর থানার রওশন আলী। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানাযায়,  ৭ সেপ্টেম্বর আয়োজিত  মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে ঘোষণা করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুজানগর ইউপি নির্বাচন সুষ্ঠভাবে পালন এবং কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে নির্দেশনা দেওয়া হয়। সভার শুরুতে সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১২ জন অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

থানা সূত্রে জানা যায়, আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী মাদক, দুর্গম চরে সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং এর তদারকী, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠ ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

এর আগে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। ইতোমধ্যে তিনি মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সুধি মহলে প্রশংসিত হয়েছেন। দুর্গম ঢালারচরে তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাস দমন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। মা ইলিশ সংরক্ষণে বড় ভূমিকা পালন করে যাচ্ছেন।

ওসি মোঃ রওশন আলী জানান, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। পুরুস্কারের এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। সেই সাথে সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে পুলিশ সম্পর্কে নেতিবাচক না পায়। পুলিশ হবে জনগণের বন্ধু। এসপি মহিবুল ইসলাম খান স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ সহকর্মীদেরকে কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।