মোঃহারুনার রশীদ (হারুন)বেড়া,পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ সাঈদ (২৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৪ আক্টঃ) সন্ধ্যায়। সে পাটগাড়ি ইটভাটাপাড়া গ্রামের মৃত শের আলীর ছেলে। তবে তার সহযোগী পার্শ্ববর্তী চয়ড়া গ্রামের জয়নালের ছেলে বিশিষ্ট মাদক সম্রাট সুজন(৩৫) এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
জানাগেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাটগাড়ি ইটভাটাপাড়া নামক স্থানে আলম বিএসসির বাড়ির সামনে তিনজন কথিত মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সময় সাঁথিয়া থানার অফিস ইনর্চাজের নির্দেশে এস আই আব্দুল রউফ, এ এস আই মতিয়ার সঙ্গীয়র্ফোস নিয়ে সেখানে পৌছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টাকালে তারা এক জনকে আটক করতে সক্ষম হয় এবং বাকী দুজন পালিয়ে যায়। আটককৃত সাইদ কে তল্লাসী করে লুঙ্গির পেছনে গোজানো লাল রংঙ্গের পলিথিনে মোড়ানো কথিত মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। পরে ডিজিটাল মেশিনে ওজন করিলে ১ কেজি ওজন হয়,যাহার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা।
সাঁথিয়া থানার অফিস ইনর্চাজ আসিফ সিদ্দিকুল ইসলাম,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।আটককৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের আইনের আওতায় আনা হবে।