গাইবান্ধা প্রতিনিধি.
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকলের পাশে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের কাছ থেকে আজ সোমবার সকালে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, একটি সাদা প্লাস্টিকের বস্তায় জড়ানো অজ্ঞাত নবজাতক কন্যা শিশুর লাশ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারাণা করা হচ্ছে রাতের যেকোন সময় ওই হতভাগ্য নবজাতকটিকে ইচ্ছেকৃতভাবেই কেউ ফেলে গেছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, দুপুরে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।